মো. ফাহাদ আহমদ, শেরপুর
মৌলভীবাজারের শেরপুরে পুলিশের বিট ও কমিউনিটি পুলিশিং সভা
শেরপুরে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভার আয়োজন। ছবি- আই নিউজ
“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন, আপনার পুলিশ আপনার পাশে” এই শ্লোগানকে ধারণ করে সাইবার ক্রাইম, জঙ্গীবাদ, সন্ত্রাস, ডাকাতি, মাদক, চুরি, জুয়া, ইভটিজিং, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধে ও সচেতনতা সংক্রান্তে আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের আয়োজনে ঐ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেরপুর ফাঁড়ি পুলিশের আইসি (এসআই) মো. জুনেদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন।
বক্তব্যে তিনি বলেন- যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আমরা সমাজ, পাড়া থেকে বয়কট করব। আমরা যদি সবাই এক ইহ তাহলে মাদক কারবারীরা থাকতে পারবে না। মাদক কারবারীদের বলবো যে, ভাই হয় ভালো হইবা না হয় আইনের আওতায় সবসময় জেলে থাকবা। আমরা পরস্পরে মিলেমিশে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো।
তিনি আরও বলেন- জনগণের কল্যাণে পুলিশ সকল ধরণের সহায়তা করবে এতে জনগণ ও দেশের কল্যাণে আপনারও পুলিশকে সহযোগীতা করেন।
এসময় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া, দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অলিউর রহমান, আশরাফ আলী খাঁন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হামরকোনা বয়েজ ক্লাবের প্রধান উপদেষ্টা মুদরত আহমেদ মোহন ও সভাপতি উজ্জল আহমেদ প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’