কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে ভোটকেন্দ্রে আগুন
বোতলে করে তেল এনে আগুন লাগানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। ছবি- আই নিউজ
মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সরিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে সরিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে স্কুলের বাইরে থেকে পেট্রল ছুড়ে মারে স্কুলের দরজায়। এসময় দরজা ও জানালায় আগুন লাগার আগেই এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার সাথে সাথে শতাধিক মানুষ জড়ো হন ভোটকেন্দ্রে।
তারা জানান, এখানে সিসি ক্যামেরা আছে দেখলে চেনা যাবে কারা এমন কাজ করেছে।
এ ঘটনার ব্যাপারে মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে তাদের সাথে আমি নিজে গিয়ে আগুন নিভিয়ে ফেলি। কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। এখানে অনেক মানুষসহ আইনশৃঙ্খলা বাহিনী আসছেন। সিসি ক্যামেরা দেখলে জানা যাবে কারা এমন কাজ করেছে।
স্থানীয় একটি সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঘন কুয়াশার মধ্যে একটি মোটরসাইকেলে তিনজন যুবক স্কুলের বারান্দায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনার ৫ মিনিটের মধ্যে ইউপি অফিস থেকে মুন্সীবাজার ফেরার পথে মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে স্কুলে আগুন দেখে এলাকাবাসীকে নিয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন।
সরিষকান্দি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সঞ্জয় দাশ জানান, আমাদের স্কুলের নৈশ প্রহরী ছিলেন। গ্ৰাম পুলিশও পাহারায় ছিল। অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনার সময় নৈশপ্রহরী ভাত খেতে বাইরে ও গ্রাম পুলিশ ঔষধ কিনতে বাজারে ছিলেন বলে জানান তিনি।
এদিকে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ানসহ পুলিশ, বিজিবি ও
র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত এসে পৌছাছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। তবে, কোনো কিছুর ক্ষতি হয়নি।
ওসি জানান, পেট্রল নয় কেরোসিন ব্যবহার করে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। আমার বাহিরের সিসি ক্যামেরা দেখতেছি। তবে, অনেক কুয়াশার কারণে কিছু বুঝা সম্ভব হচ্ছেনা। আমাদের তদন্ত চলছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’