নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে ১৮৩টি দুর্গম ভোটকেন্দ্রে ব্যালট যাচ্ছে আজ
ছবি- আই নিউজ
রাত পোহালেই ভোটের দিন। মৌলভীবাজারে নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কার্যালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র আছে ৫৪৯টি। এরমধ্যে দূরত্ব বিবেচনা ও নানা কারণে দুর্গম ১৮৩টি ভোটকেন্দ্র। এই ১৮৩টি ভোটকেন্দ্রে আজ শনিবার ব্যালট পেপার পাঠানো হচ্ছে।
দূরত্ব ও দুর্গম বিবেচনায় এসব কেন্দ্রে ভোটের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছে জেলা রিটার্নিং কার্যালয়। বাকি ৩৬৬টি ভোটকেন্দ্রে ভোটের দিন (৭ জানুয়ারি) সকালে ব্যালট পাঠানো হবে।
এদিকে, দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের দফতর সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ জন, আসন ভিত্তিক র্যাবের ৪ টি টহল টিম, সেনাবাহিনী ৫৭৫ জন, বিজিবি ২০ প্ল্যাটুন, আনসার ব্যাটালিয়ন ৮টি টিম এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি ৪ জন।
জেলা পুলিশ জানিয়েছে- প্রতিটি ভোট কেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য এবং ১২ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও জেলা পুলিশের মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই টিম মোতায়েন থাকবে।
মৌলভীবাজার জেলায় মোট ভোট কেন্দ্র ৫৪৯ টি। মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ১৬ হাজার ৫৯৬ জন, পুরুষ : ৭৬৯৯৪৩ জন এবং নারী : ৭৪৬৬৪৮ জন। ট্রান্সজেন্ডার : ৫ জন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’