সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে মোট ভোটকেন্দ্র ৭০০, ঝুঁকিপূর্ণ ৩০৫টি
ছবি- সংগৃহীত
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭০০টি। যার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ৩০৫ কেন্দ্রকে।
ঝুঁকি বিবেচনা নিয়ে এসব কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় আনসার সদস্য ছাড়াও তিনজন করে পুলিশ থাকবে। ৩৯৫ সাধারণ কেন্দ্রে আনসার সদস্যদের সঙ্গে থাকবে দুজন পুলিশ।
সুনামগঞ্জ জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৭০০ কেন্দ্রের মধ্যে অতীতে গোলযোগ হয়েছে, বেশি ভোটার এবং দুর্গম যোগাযোগ এবং বিএনপি অধ্যুষিত এলাকাসহ নানা বিবেচনায় ৩০৫ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ভোট গ্রহণে পর্যাপ্ত আনসার সদস্য এবং তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩৯৫ সাধারণ ভোটকেন্দ্রে দুজন করে পুলিশ সদস্য ও আনসার সদস্য থাকবে।
এদিকে ২৬৭ ভোটকেন্দ্রকে দুর্গম হিসেবে বিবেচনা করেছে জেলার রিটার্নিং অফিস। শুক্রবার (৫ জানুয়ারি) ওইসব কেন্দ্রতে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দেয়া হয়েছে। অন্য ৪৩৩ কেন্দ্রে আজ ভোটগ্রহণ সামগ্রী পাঠানো হবে।
জেলা রিটার্নিং অফিস ও পুলিশের পক্ষ থেকে জেলায় ৩০৫টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হলেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে আরও কিছু কেন্দ্রকে গুরুত্ব দেয়ার জন্য বলা হচ্ছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ জানান, দুর্গম কেন্দ্রে শুক্রবার ভোটগ্রহণ সামগ্রী পৌঁছানো হয়েছে। শনিবার যাবে অন্যান্য কেন্দ্রে। রোববার অর্থাৎ ভোটের দিন ভোরে পার্শ্ববর্তী কেন্দ্রের ব্যালট পেপার পৌঁছানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৮৩২ জন পুলিশ সদস্য কেন্দ্রে এবং মোবাইল টিমে কাজ করবে। এছাড়া সেনাবাহিনী, র্যাব ও বিজিবি আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জে পাঁচটি আসনে ভোটার রয়েছেন ১৯ লাখ ২২ হাজার ১৬৯ জন। এরমধ্যে পুরুষ ৯ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং নারী ৯ লাখ ৪৭ হাজার ৭২৮ জন। হিজড়া ভোটার ১২ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৭০০ এবং ভোট কক্ষ ৪ হাজার ১২৯টি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’