আই নিউজ প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার ৫টি আসনে বিজয়ী সংসদ সদস্য
সুনামগঞ্জ জেলার ৫টি আসনে নির্বাচিত এমপিরা।
শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ। বেসরকারিভাবে যে ফলাফল আসছে তাতে বেশিরভাগ আসনেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। সুনামগঞ্জ জেলার ৫টি আসনের ফলাফল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কার্যালয়। সুনামগঞ্জ জেলার ৫টি আসনে বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে ১ জন স্বতন্ত্রের এবং চার জন আওয়ামী লীগের।
রোববার (৭ জানুয়ারি) বিকেল চারটায় শেষ হয় ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনার কাজ। গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৮ টি। বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত সরকার। প্রাপ্ত ভোট ১ লক্ষ ৯ হাজার ৯৮। নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। প্রাপ্ত ভোট ৪৬ হাজার ৭৮০।
সুনামগঞ্জ-২ আসনে মোট ভোট কেন্দ্র ১১১টি। বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। প্রাপ্ত ভোট ৮০ হাজার ১৩৯। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৯৯৪।
সুনামগঞ্জ-৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫টি। এই আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী সোনালী আঁশ প্রতীকে মাত্র চার হাজার ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১১২টি। বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক। প্রাপ্ত ভোট ৯০ হাজার ৫৯০। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। প্রাপ্ত ভোট ৩১ হাজার ৭২১।
সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৪টি। বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। প্রাপ্ত ভোট ১ লক্ষ ১৯ হাজার ৪০৩। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী। প্রাপ্ত ভোট ৯১ হাজার ৫৮৮।
সুনামগঞ্জ জেলার ৫টি আসনে বিজয়ীদের মধ্যে ব্যতিক্রম ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী জয়া সেন গুপ্ত। আওয়ামী লীগ থেকে গত নির্বাচনে অংশ নেয়া এই বর্তমান সাংসদ এবছর দলীয় মনোনয়ন পান নি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছেন তিনি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’