নিজস্ব প্রতিবেদক
নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন সিলেটের ৩ মন্ত্রী
নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সিলেটের সাবেক এই তিন মন্ত্রী।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জিতে চতুর্থবারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে দলটির সভাপতি শেখ হাসিনাকে। আজ মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবে।
এরিমধ্যে ৩৭ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে। নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছে আগের মেয়াদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সিলেটের তিন মন্ত্রী। বিপরীতে নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মৌলভীবাজার-৪ আসন থেকে নৌকার বিজয়ী প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
গতকাল বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা আবারও নির্বাচিত সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ গঠনের বিষয়ে সম্মতি দিয়েছেন। পরে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। নতুন ৩৭ সদস্যের মন্ত্রিসভা সদস্যদের তালিকা থেকে বাদ পড়েছেন সিলেটের তিন সাবেক মন্ত্রী। যাদের মধ্যে কেউ কেউ বিগত সময়ে নানা কারণে আলোচনায় এসেছিলেন।
নতুন মন্ত্রীসভায় নেই সিলেটে যে ৩ মন্ত্রী
আগে ছিলেন নতুন মন্ত্রীসভায় নেই, এমন ব্যক্তিদের সংখ্যা দ্বাদশ সংসদে অনেক বেশি। সিলেটের বাদ পড়া মন্ত্রীরা হলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনাবিষয়ক মন্ত্রী এম এ মান্নান এবং পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী মো. শাহাবুদ্দিন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে বেশকিছু মন্তব্য করে সংবাদমাধ্যমে আলোচনায় আসেন এবং দলের কেন্দ্রীয় নেতাদের বিতর্কের মুখে পড়েন। এরমধ্যে ভারতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে যা যা প্রয়োজন তা করার বিষয়ে বেফাঁস মন্তব্য করেও দলের রোষানলে পড়েন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতের ভাই এ কে আব্দুল মোমেন। এমনকি, দলের উপরমহল থেকে তাঁকে 'বহিরাগত' এমন কটাক্ষও শুনতে হয়েছে। এসব কারণে, পরবর্তীতে তাঁর মন্ত্রীত্ব নিয়েও নানাসময় কথা ওঠেছে।
এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কেন নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি তা নিয়েও বিস্ময় দেখা দিয়েছে সিলেটের রাজনীতিতে। এম এ মান্নান আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃত্বের একজন হিসেবে গণ্য। তবে, তাঁর পরিকল্পনামন্ত্রী থাকাকালীন সময়ের পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যবিধির সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে মাঝেমাঝে। যদিও, মন্ত্রিসভা থেকে বাদ পড়ার মতো ঝুঁকি ছিল না সুনামগঞ্জের এই আওয়ামী লীগ নেতার উপরে।
এদিকে, নতুন মন্ত্রিসভা থেকে সিলেটের আগের মেয়াদের তিন মন্ত্রী বাদ পড়লেও মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলের দীর্ঘদিনের সিলেটের অভিজ্ঞ রাজনীতিবীদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। আগে থেকেই গুঞ্জন ছিল, দ্বাদশ জাতীয় সংসদে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভায় থাকতে পারেন তিনি। অবশেষে, বুধবার মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন মৌলভীবাজারের এই প্রবীণ নেতা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’