জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
জুড়ীতে সাংবাদিকের উপর হামলা, আটক ১
বটুলী গ্রামের মামুনুর রশীদ ওরফে শাহীন মাস্টারের ছেলে মাহফুজুর রশিদ।
মৌলভীবাজারের জুড়ীতে এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত ১৮ জানুয়ারি রাত ১২ টায় উপজেলার ফুলতলা বাজারে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক সোয়াইবুর রহমান দৈনিক জবাবদিহি পত্রিকার জুড়ী প্রতিনিধি ও বাংলা টাইমসের স্টাফ রিপোর্টার।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সোয়াবুর রহমানের উপর হামলা চালান মাহফুজুর রশিদ (২০) নামে এক যুবক। এতে সোয়াইবুর রহমান আহত হন। হামলার সময় স্থানীয়রা সোয়াইবুরকে হামলাকারীর হাত থেকে রক্ষা করেন ও হামলাকারী আটকে রেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে জুড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হামলাকারী মাহফুজকে আটক করে থানায় নিয়ে আসেন। মাহফুজ উপজেলার পশ্চিম বটুলী গ্রামের মামুনুর রশীদ ওরফে শাহীন মাস্টারের ছেলে। বিগত ৫/৬ মাস আগে একটি নিউজের জের ধরে মাহফুজ এই হামলা চালায়।
আহত সাংবাদিক সোয়াইবুর রহমান জানান, রাতের আধারে কিসের জন্য আমার উপর এ হামলা চালানো হলো বুঝতে পারছি না। স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মী থাকায় আমি বেঁচে গিয়েছি। না হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারতো, আমি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আসছি, থানায় অভিযোগ দায়ের করেছি।
জুড়ী রিপোর্টার্স ইউনিটির এর সভাপতি ও মাই টিভির জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম জানান, এই ঘটনার পর থেকেই আমরা আহত সাংবাদিক সোয়াইবুর রহমানের পাশে ছিলাম।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, সাংবাদিক সোয়াইবুর রহমান উপর হামলায় ঘটনাস্থল থেকে আমরা হামলাকারী মাহফুজুর রশিদকে আটক করে থানায় নিয়ে আসি। আসামীকে বৃহস্পতিবার দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’