কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সারথী কথামৃত’র মোড়ক উন্মোচন
কমলগঞ্জে হরিনাম যজ্ঞ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পশ্চিম কুমড়াকাপন গ্রামে ৮ষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম ও জপযজ্ঞ মহোৎসব ১৪ বছরে পদার্পণ উপলক্ষে এবারও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে সারথী যুব সংঘ। পাশাপাশি এ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গাবাড়ীতে সারথী যুব সংঘের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজ, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক একটি অনিয়মিত প্রকাশনা সারথী কথামৃত’র বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করা হয়।
পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গাবাড়ী পরিচালনার কমিটির উপদেষ্টা সত্যেন্দ্র রুদ্র পালের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রইছ আল রেজুয়ান, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক মহিম দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাশ, মৌলভীবাজার লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক জ্যোতিশ রঞ্জন দাশ, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন, কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, পৌর কাউন্সিলর আহাদুর রহমান বুলু, উপজেলা যুবলীগ নেতা আবুল বশর জিল্লুল, সমাজকর্মী অমলেন্দু কুমার দাশ, জিতেন্দ্র কুমার পাল প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সারথী যুব সংঘের অসিত পাল, গৌতম পাল, নীলু পাল, প্রমুখ।
পরে অসহায় দরিদ্র লোকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’