সুনামগঞ্জ প্রতিনিধি
মধ্যনগরের শীগ্রই সড়ক নির্মাণ কাজ শুরু হবে: রনজিত সরকার
সংবর্ধিত অতিথির বক্তব্য দিচ্ছেন এমপি রনজির সরকার। ছবি- আই নিউজ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মধ্যনগর-মহিষখলা সড়ক নির্মাণ কাজসহ এ অঞ্চলের বেশ কয়েকটি রাস্তা-ঘাট নিয়ে আমি সরকারের উচ্চ পর্যায়ে কথা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ -১ আসনের এমপি রনজিত সরকার। তিনি বলেছেন, মধ্যনগরে খুব শীগ্রই এসব সড়ক নির্মাণ কাজ শুরু হবে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রনজিত সরকার এমপি। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি রনজির সরকার বলেন, শুধু রাস্তাঘাট নয় শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মধ্যনগরের সার্বিক উন্নয়নে আমার সর্বোচ্চ ভুমিকা থাকবে,আপনারা শুধু আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে যাবেন।
তিনি আরো বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে মধ্যনগরের মানুষ নিঃস্বার্থভাবে নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে যে ঋনী করে রেখেছেন। আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদেরকে সেই মুল্যায়ন করার চেষ্টা করবো। মধ্যনগরের মানুষের জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। আপনারা যেকোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি আজীবন আপনাদের পাশে থাকবো।
সংবর্ধনা অনুষ্ঠানে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাকর তালুকদার পান্না,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খছরু, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু , সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান সাঈদুর রহমান, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ , মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক, সাংগঠনিক সম্পাদক তনুজ কান্তি দে, প্রচার সম্পাদক গোপাল সরকার, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, মধ্যনগর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সোহাগ, আ. লীগ নেতা জামাল উদ্দিন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক ,উত্তর বংশীকুন্ডা আওয়ামী লীগ নেতা শহীদ আহমেদ, উত্তর বংশীকুন্ডা ইউপি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, মধ্যনগর উপজেলা ছাত্রলীগ আহবায়ক আলভী প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’