নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:১৮, ২৫ জানুয়ারি ২০২৪
কুলাউড়ার উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নাদেল
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মো. আব্দুস শহীদ।
কুলাউড়ার উন্নয়নে বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য জিল্লুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল এমপি বলেন- `প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, কুলাউড়া এর বাইরে রয়েছে। কুলাউড়ায় মডেল মসজিদ হয়নি, শেখ রাসেল মিনি স্টেডিয়াম হয়নি। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হয়নি। বাংলাদেশের বিভিন্ন উপজেলায় এই উন্নয়নগুলো হয়েছে।’
শফিউল আলম চৌধুরী নাদেল্ বলেন- ‘আমাদের বিভিন্ন সরকারি দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ রাখবো কুলাউড়াকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সাথে সংযুক্ত করা যায়। কুলাউড়ার সকল মানুষের পক্ষ থেকে বিভিন্ন দফতর প্রধানসহ সকল কর্মকর্তাদের কাছ এই অনুরোধ রাখবো। আগামী দিনে আমরা সেইকাজগুলো করতে চাই।’
তিনি বলেন- ‘জনপ্রতিনিধি এবং সরকারি দফতরের সকলে মিলেই আমাদের একসঙ্গে কাজ করতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করতে হবে।’
সংসদ সদস্য বলেন- ‘সিলেটের কৃষি খাত পিছিয়ে আছে। বৃহত্তর সিলেটে প্রচুর জমি পতিত পড়ে থাকে। এগুলোকে চাষের আওতায় আনতে একটি মাস্টারপ্ল্যান করা দরকার।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- পুলিশ সুপার মনজুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশ সোম মহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’