নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে টানা শীতের পর মিলল সূর্যের দেখা
মৌলভীবাজার শনিবার সকাল থেকে দেখা মিলেছে সূর্যের।
বিগত কয়েকদিন ধরে দেশের অন্যান্য এলাকার মতো মৌলভীবাজার জেলায়ও বইছে তীব্র শীত। তাপমাত্রা নেমে যাওয়ায় প্রচণ্ড ঠাণ্ডায় এখানে বিপর্যস্ত হয়ে পড়েছেন দরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী। এমন অবস্থায় শনিবার সকাল থেকে সূর্যের দেখা মিলেছে মৌলভীবাজারে। ফলে, অন্য দিনের তুলনায় অনেকটাই বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের প্রকোপ।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই প্রতিবেদন লেখার সময় তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিনের শীতের তুলনায় আজ তাপমাত্রা বেশি থাকায় জনজীবনেও ফিরেছে সাধারণ ছন্দ।
শনিবার সকালে শহরের চৌমোহনা পয়েন্টে গিয়েও দেখা মিলে দিনমজুদের দৈনিক ভিড়। যা গত কয়েকদিনের শীতে কমে গিয়েছিল। শীতের কারণে গত কয়েকদিন কাজে বের হতে না পারলেও সূর্য ওঠায় কাজে ফিরতে শুরু করেছেন দৈনিক আয়ের এইসব মানুষ।
জাকির মিয়া একজন দিনমজুর। গত কয়েকদিন শীতের কারণে কাজে বের হতে পারেন নি তিনি। আলাপ চলাকালে বলেন, এই বছরের মতন শীত বাপের জন্মেও দেখছি না। কোনোবার শীতেই কাজ বাদ দেই না। কাজে যাই। কিন্তু, এবার গত কয়েকদিনের শীতে ঘর থাকিই বাইর হইতে পারি নাই। আজকে রোদ উঠছে শীতও কম। তাই আজকে থেকে আবার বেরইছি। একই কথা জানান চৌমোহনা পয়েন্টে জোড়ো হওয়া আরও কয়েকজন দিনমজুর।
এদিকে সূর্যের দেখা পাওয়ায়, বোরো ক্ষেতের কাজেও পুরোদমে নেমেছেন কৃষকরাও। তারাও গত কয়েকদিনের শীতে কাবু ছিলেন বলে ভেজা ফসলি জমিতে চাষবাষের কাজে নামতে পারেন নি। শহরতলীর বাবলা মিয়া নামের এক বর্গাচাষী জানান, শীতের কারণে ধানের বীজের জমিতে পানি দিতে পারি নাই। পানি না পাওয়ায় জালা পুড়ে যাওয়ার অবস্থা ধরেছে। আজকে সূর্য ওঠায় সকলেই যারযার জমিতে পানি দিতে নেমেছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা তেতুলিয়াতে। তেতুলিয়ায় আজ সর্বনিম্ন ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যদিও সিলেট, ঢাকায় তাপমাত্রা গত কয়েকদিনের চেয়ে বেড়েছে। তবে, রাজশাহী, রংপুর ও চুয়াডাঙ্গায় শীতের অবস্থার অবনতি হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাসের শেষ দিকে বৃষ্টি শুরু হয়ে তা কয়েক দিন স্থায়ী হতে পারে। তারপর আবারও শীত বাড়তে পারে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’