অঞ্জন রায়, নবীগঞ্জ
নবীগঞ্জে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, প্রধান আসামি গ্রেফতার
মামলার প্রধান আসামি সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিম চৌধুরীকে গ্রেফতার। ছবি- আই নিউজ
নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার মামলার প্রধান আসামি সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ জানুয়ারি) বিকালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলীর নির্দেশে একদল পুলিশ হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, নবীগঞ্জে উপজেলা ছাত্রলীগের দু’টি পাল্টাপাল্টি কমিটি ঘোষণা নিয়ে এক কমিটির আহ্বায়ক নাজিম উদদৌলা চৌধুরী অপর কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেলের মাঝে বিরোধ চলে আসছিলো। কয়েকবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় বাজারে একটি সালিশে যান একপক্ষের আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল। সালিশ থেকে ফেরার পথে অপরপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে তার পক্ষের নেতাকর্মীরা ছুটে এসে পাল্টা হামলা চালালে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হামলায় রুবেল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করা হয়।
এ ঘটনার পর থেকে রুবেলের পক্ষের নেতাকর্মীরা বাজারে অবস্থান নিলে উত্তপ্ত অবস্থা বিরাজ করে। রাতে অপরপক্ষের আহ্বায়ক নাজিম উদদৌলা চৌধুরীর একটি মোটরসাইকেলে আগুন দেয় প্রতিপক্ষ। ঘটনায় মামলা হলে পুলিশ নাজিমকে আটক করে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’