কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জের শমশেরনগর এখন যেন যানজটের নগরী
শমশেরনগর যেন যানজটের নগরীতে পরিনিত হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজার জনগুরুত্বপূর্ণ নগরী হিসেবে বিবেচিত। কিন্তু, বাজারের ভেতরে সড়কে আরসিসি ঢালাই কাজও সম্পন্ন হওয়ার পর থেকে সিএনজি-অটো ও অবৈধ টমটম দখল করে নিয়েছে সড়কের দু’পাশ। ফলে, এখন যানজটের নগরীতে পরিনিত হয়েছে শমশেরনগর। তাই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, শমশেরনগর পঞ্চমোহনা দিয়ে ভারতের কৈলাশহরের সাথে চাতলাপুর স্থল শুল্ক সড়ক, শ্রীমঙ্গল-কুলাউড়া ও মৌলভীবাজার জেলা সদরের সাথে রয়েছে সরাসরি যোগাযোগ। শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজার ও চাতলাপুর-শরীফপুর স্থল শুল্ক রুট রয়েছে। প্রতিটি রুটের দু’পাশে সিএনজি-অটো, অবৈধ টমটম ও ব্যাটারী চালিত রিক্সা স্থান করে নিয়েছে। ফলে সড়ক দিয়ে দু’টি গাড়ি ক্রস করার সময় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় গাড়ি নিয়ে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।
দোকানপাটকে আড়াল করে যানবাহনের কারনে অতিষ্ঠ হয়ে উঠছেন ব্যবসায়ীরাও। রেলওয়ে স্টেশন, চা বাগান, পুলিশ ফাঁড়ি, ব্যাংক-বীমা, পোস্ট অফিস, বিএএফ শাহীন কলেজ, সুজা মেমোরিয়াল কলেজ, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল মছব্বির একাডেমী, মাদ্রাসা, কেজি স্কুল ও প্রাইমারী স্কুলও রয়েছে এ বাজারে। শিক্ষার্থীসহ পথচারী এবং ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। জনগুরুত্বপূর্ণ এই বাজারে সড়কের দু’পাশে ফুটপাত দখল করে গড়ে উঠছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ফুটপাতের পাশে সড়ক দখল করে রাজত্ব চলছে যানবাহনের ।
অভিযোগ করে শিক্ষার্থী কামরান আহমদ, প্রীতম দেবনাথ, সামিহা সুলতানা বলেন, সড়ক বড় করা হলেও স্কুল-কলেজে যাওয়া আসার সময় হেঁটে চলার পথও পাইনা। রিক্সা, সিএনজি, টমটমের কারণে রাস্তা বন্ধ হয়ে পড়ে। নির্বিঘ্নে যাতায়াতে ভূমিকা কেউ নিচ্ছেন না।
এ ব্যাপারে ব্যবসায়ী শাহাজান আহমদ, নূরুল মোহাইমীন ও বিল্লাল হোসেন বলেন, সিএনজি-অটো ও টমটমে দোকান আড়াল করে রাস্তার উপর রাখায় ক্রেতাদের যাতায়াতে দুর্ভোগে পড়তে হয়। এবিষয়ে কেউ কোন কথা বলেন না বলে তাদের রয়েছে অভিযোগ।
ব্যবসায়ী আং সালাম, নিাবস চন্দ, কবির আহমদ জানান, সিএনজি অটোরিক্সা ও টমটম রাস্তার দু’পাশে যেনোতেনো ভাবে দাঁড়িয়ে থাকার ফলে এই বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট এখন নিত্যসঙ্গী। তাছাড়া অভারলোডের বালু বোঝাই ট্রাক চাতলাপুর সড়কে নিয়ে ঘরঘন চলাচলের কারণে যানজট প্রকর আকার ধারণ করে। এ থেকে পরিত্রাণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।
শমশেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান বলেন, জায়গা অনুপাতে শমশেরনগর বাজারে অজস্র টমটম ও সিএনজি-অটো। তাদের নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। তারপরও এদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজি বলেন, সড়কে যানজট নিরসনে ব্যবসায়ী সমিতিকে বলা হয়েছে রাস্তার আশপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট সরানোর জন্য। যতটুকু সম্ভব রাস্তা যানজটমুক্ত রাখার চেষ্টা করা হচ্ছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’