রুপম আচার্য্য, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে ‘ব্রোকলি’ চাষ করে সাফল্য পেলেন কৃষক শরীফ
নিজের জমিতে চাষ করা ব্রোকলি হাতে কৃষক শরীফ। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি জাতের সবজি ‘ব্রোকলি’র চাষ দিনদিন বেড়ে চলছে। সবুজ রঙের সবজি হওয়ায় বাজারে এর চাহিদাও প্রচুর। আগের বছর ব্রোকলি চাষ করে লাভবান হওয়ায়, এবছরও ৪০ শতক জমিতে সবুজ বর্ণের ফুলকপি সবজি ‘ব্রোকলি’ চাষ করে তৃতীয়বারের মতো সফলতাঁর মুখ দেখেছেন কৃষক মো. শরীফ মিয়া।
সরেজমিনে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামে গিয়ে দেখা যায়, তাঁর জমিতে ব্যাপক হারে চাষ হচ্ছে উন্নত জাতের এ ব্রকলি। মাঠ জুড়ে বড় বড় সবুজ পাতার মাঝখানে বিভিন্ন আকারের ব্রোকলি। গত বছরও এই উন্নত জাতের সবজি চাষ করে সাফল্য পেয়েছেন অনেক কৃষক। ভালো ফলন উৎপাদন হওয়ায় বাজারে অধিক মূল্য পাওয়া যাবে বলে আশা তাঁদের।
কৃষক মো. শরীফ মিয়া বলেন, ‘৪০ শতক জমিতে ব্রোকলি চাষ করেছি, আর্লি ইউ লাল তীরের খুব ভালো একটা জাত। ১ কেজি থেকে বেশী হবে, ১০০ থেকে ২০০ গ্রাম বেশী। বাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রায় ২২ থেকে ২৩শ ব্রোকলি চারা রয়েছে। গতবছর ছিল ৪ হাজারের মতো, লাভও হয়েছে। তাছাড়া এর আগের বছর (২০২২) সালে ব্রোকলি চাষ করে প্রচুর লাভবান হয়েছি।’
লাল তীর সীড লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী বলেন, ‘শ্রীমঙ্গলের টিকরিয়া গ্রামটি মূলত কৃষি অধ্যুষিত এলাকা। এই এলাকায় কৃষকরা উচ্চমূল্যে সবজি সবসময় চাষ করে। এলাকার শরীফ ভাই একজন অগ্রগামী কৃষক। তিনি গত দুই-তিন বছর যাবত হাইব্রিড ব্রোকলি লাল তীর সীড লিমিটেডের আর্লি ইউ চাষ করেছেন। জাতটি অন্যান্যবার তিনি পরীক্ষামূলকভাবে চাষ করলেও এইবার একটু ব্যাপকভাবে চাষ করেছেন। উনার উৎপাদন ভালো হয়েছে। ইতিমধ্যে কার্ড আসা শুরু হইছে। উনার প্রত্যাশা, দুই একদিনের মধ্যে বাজারজাত করবেন। বাজারে যদি এর দাম সঠিকভাবে উনারা পান তাহলে ভবিষ্যতে আরো উচ্চমূল্যে সবজি চাষে আগ্রহী হবেন।’
শরীফের দেখাদেখি এলাকায় ব্রোকলি চাষে আরও কৃষক উৎসাহিত হচ্ছেন। ছবি- আই নিউজ
তিনি আরো বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলা সমৃদ্ধ হবে তখনই, কৃষকরা বাজারে গিয়ে যারা উচ্চমূল্যে সবজি চাষ করছেন তারা যেনো বাজারজাত নির্বিঘ্নে করতে পারেন। দেখা যায় বাজারজাত করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা হয়, বাজার ব্যবস্থাপনার অনেক ত্রুটি আছে, যার জন্য উনারা সঠিক দাম পান না। যদি সঠিক দাম পান তাহলে উনারা উচ্চমূল্যে ক্যাপসিকাম, ব্রোকলি আরো অন্যান্য জাতের সবজি দ্রুত চাষ করতে আগ্রহি হবেন। শরীফ ভাইয়ের দেখাদেখি অনেকেই এবছর ব্রোকলি চাষে উৎসাহিত হচ্ছেন। আমরা আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে বীজ সরবরাহ করবো, এই টিকরিয়া গ্রামে আরো ব্যাপকহারে সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়।’
ব্রোকলি ক্রসিফেরী গোত্রের অন্তর্ভুক্ত শীতকালীন সবজি। এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফোলেট, আঁশ আছে। ব্রোকলিতে রয়েছে নানা পুষ্টিগুণ। এটি ক্যান্সারের ঝুঁকি কমায়। ভিটামিন সি থাকায় এটি ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। ক্যালসিয়ামের ভালো উৎস হওয়ায় এটি হাড় মজবুত করে। ব্রোকলি অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎস। এটি ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং কোলোস্টেরলের মাত্রা কমাতে ব্রোকলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, ‘ব্রোকলি চাষ করে কৃষকরা দাম পাচ্ছে না। এলাকার লোকজনের কাছে ব্রোকলি সবজি পরিচিত না। অনেক অঞ্চলে বিশেষ করে গতবার বড়লেখা উপজেলার কৃষকরা বাজার দর তেমন একটা ভালো পায়নি। নতুন ফসল হিসেবে অনেকে নিতে চায় না। ব্রোকলিতে অনেক পুষ্টিগুণ রয়েছে। কিন্তু বাজারে ভালো দাম পাচ্ছে না। ক্রেতারা মনে করে ফুল সাদাটা ভালো, কিন্তু সাদা থেকে সবুজটা যে একটু বেশী ভালো, সেটা ক্রেতারা বুঝতে চায় না। ব্রোকলি সিদ্ধ করেও খাওয়া যায়। খাদ্য অভ্যাসে পরিবর্তন দরকার। আর বাজারে ভালো পরিচিতি হলে কৃষকরা ভালো দাম পাবে।’
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’