সুনামগঞ্জ প্রতিনিধি
শত্রুতার জের ধরে নষ্ট করে দিল কৃষকের কষ্টে বোনা ধানের চারা!
ছবি- সংগৃহীত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জালাল উদ্দিন নামের এক সাধারণ কৃষকের জমির সব ধানের চারা নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। কষ্টে বোনা ধানের চারাকে এভাবে নষ্ট হয়ে যেতে দেখে স্তব্ধ কৃষক জালাল উদ্দিন।
গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাছাম গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
এদিকে ওইদিন বিকেল ৫টায় জালাল উদ্দিন পার্শ্ববতীর্ থানুরা গ্রামের মৃত সমশের আলীর ছেলে মত্তুর্জ আলী, রুস্তম আলী ও মৃত দরবেশ আলীর মেয়ে হারেছা বেগম, খোদেজা বেগমসহ ৯ জনের নাম উল্লেখ করে ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাইকুরাটি ইউনিয়নের শহরতলী মৌজার ৪১৬ নং খতিয়ানে জালালের খরিদকৃত ৮১ শতক জমি রয়েছে। যা ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ভোগ দখল করে ফসল উৎপাদন করে আসছেন। কিন্তু, জালালের সাথে পার্শ্ববর্তী থানুরা গ্রামের হারেছা বেগম ও তার লোকজনের এই জমি নিয়ে বিরোধ শুরু হয়। যা মামলা পর্যন্ত গড়ায়।
এরমধ্যে গত বছরের ২৫ সেপ্টেম্বর সুনামগঞ্জ সহকারী জজ আদালত জালালের পক্ষে রায় দেন। তবুও হারেছা পরবতীর্তে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে এ নিয়ে মামলা করেন। গত ৫ জানুয়ারি এ মামলার রায়ও জালালের পক্ষে যায়। ফলে, কিছুদিন আগে জালাল ওই জমি চাষ করে ধানের চারা রোপন করেন। কিন্তু, সোমবার ভোরে হারেছা ও অভিযুক্ত লোকজন ওই জমিতে গিয়ে ধানের চারা টেনে উঠিয়ে ফেলে দেন এবং মাড়িয়ে মাটিতে মিশিয়ে দেন।
হারেছার বোন ছোট বোন খোদেজা বেগম অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। আর খোদেজা বেগম বলেন, জমি আমাদের। আমরা আপিল করেছি। মামলা এখনও চলমান আছে।
ধর্মপাশা থানার এসআই দিদার উল্লাহ বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’