নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে উপজেলা নির্বাচন কত তারিখ
মৌলভীবাজারে উপজেলা নির্বাচন কত তারিখ
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাই বলা যায়, এরমধ্য দিয়ে শুরু হয়ে গেছে উপজেলা নির্বাচনের তোরজোড়। চারটি ধাপে এবছর অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। একেক ধাপে একেক বিভাগের উপজেলা নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। মৌলভীবাজারে উপজেলা নির্বাচন কত তারিখ প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে এখানকার প্রার্থী ও ভোটারদের মাঝে।
গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। প্রথম ধাপে ১০৮টি উপজেলায়, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি এবং চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ৪ মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপে উপজেলা নির্বাচন। তবে, সিলেট বিভাগের উপজেলা নির্বাচন কত তারিখ এখনো জানায়নি নির্বাচন কমিশন। ফলে, মৌলভীবাজারে উপজেলা নির্বাচন কত তারিখ প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
নির্বাচন কমিশন এখন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। বাকি রয়েছে সিলেট, চট্টগ্রামের উপজেলা নির্বাচন এবং বরিশাল ও রাজশাহী বিভাগের একটি করে দুটি উপজেলা নির্বাচন। এই নির্বাচন অনুষ্ঠিত হবে কবে তা পরে তারিখ নির্ধারণ করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর নির্বাচনের তালিকা পরে ঘোষণা করবে ইসি।
এদিকে, গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছিল, রমজান মাসের শেষের দিকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।
সারা দেশের ৬৪টি জেলায় ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত বছরের জুনে।
নির্বাচন কমিশনের অনলাইনে দেওয়া রাখা নাগরিক তথ্যে বলা হয়েছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত সিলেট ও চট্টগ্রাম অঞ্চল-এর তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।
মৌলভীবাজারে মোট উপজেলা ও উপজেলা চেয়ারম্যানদের তালিকা
মৌলভীবাজার জেলা সিলেটের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। এ জেলার প্রবাসী রেমিট্যান্স এবং চা শিল্পের অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান কৃষিমন্ত্রীও এই জেলা থেকেই এবছর নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার জেলায় মোট উপজেলা আছে ৭টি। এগুলো হলো- মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলা।
এই সাতটি উপজেলা গঠিত ৫টি পৌরসভা এবং ৬৭টি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে। তাছাড়া, জেলার সাত উপজেলা মিলে গুরুত্বপূর্ণ সীমান্ত ফাঁড়ি আছে ১৪টি। যার মধ্যে কুলাউড়ায় ৬টি, কমলগঞ্জে ৪টি, শ্রীমঙ্গলে ২টি এবং বড়লেখায় ২টি।
বর্তমানে এই সাত উপজেলায় উপজেলা চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্বে আছেন তাঁরা হচ্ছেন, মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. কামাল হোসেন, রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, বড়লেখা উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় এবং জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’