শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভা
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, জেলায় নিরবিচ্ছিন্ন টেকসই ও গুণগতমানের বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্যে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় প্রাঙ্গণে সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, মৌলভীবাজারের শতভাগ এলাকাকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ- এই শ্লোগানকে সামনে রেখে শতভাগ বিদ্যুতায়িত্ব এ জেলায় নিরবিচ্ছিন্ন টেকসই ও গুণগতমানের বিদ্যুৎ সরবরাহ করতে আগামী বছরের জন্য নেয়া হয়েছে নানা উদ্যোগ। এই উদ্যোগ বাস্তবায়নে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি কাজ করে যাচ্ছেন সমিতির পরিচালকবৃন্দ।
সাধারণ সভায় মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য দেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ বিএম মিজানুর রহমান, অর্থ সম্পাদক অধ্যাপক দ্বীপশিখা ধর ও ডিজিএম জিয়াউল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন এলাকা পরিচালক ডা. আব্দুল আজিজ, শিক্ষক একরামুল কবির, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীসহ জেলার সাত উপজেলার সকল এলাকা পরিচালকগণ।
অনুষ্ঠানে শৃঙ্খলার সহিত বিদ্যুৎ ব্যবহারের জন্য বিভিন্ন ক্যটাগরিতে একাধিক গ্রাহককে পুরস্কৃত করা হয়।
সভায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ বিএম মিজানুর রহমান বলেন, মৌলভীবাজার জেলার শতভাগ এলাকা বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। এ জেলায় ৯৪৪৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন তৈরী করে ২০ টি ৩৩/১১টি উপকেন্দ্র তৈরী করে ৪ লক্ষ ৫৮ হাজার ৮শত ৩১ জন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেয়া হচ্ছে।
পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি গ্রাহকদের সেবা প্রদানের পাশাপাশি দেশের অর্থনীতির চাকা স্বচ্ছল রাখতে ও আরো গতিময় করতে এ জেলার চা শিল্প, রাবার শিল্প, পোল্টি, ডেইরী ফার্ম, কুর্টির শিল্পসহ এ জেলায় স্থাপিত সকল শিল্প ও কলকারখানায় আবেদনের পর দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’