মৌলভীবাজারে অণু নাটক উৎসব
মৌলভীবাজারে অণু নাটক উৎসব
মৌলভীবাজারে রাহিন এন্টারটেইনমেন্টের আয়োজনে দিনব্যাপী অণু নাটক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া উৎসবে কয়ছর আহমদের রচনা ও নির্দেশনায় চারটি অণু নাটক পরিবেশন করে মৌলভীবাজার রেপার্টরি থিয়েটার।
অণু নাটক উৎসবে 'কারাগারের পাগল দফা', 'বেগম লুৎফুন্নেছা', 'সুয়া' এবং 'আমি ফকির আওরঙ্গজেব' নাটক চারটি মঞ্চস্থ হয়।
রুহুল আমীন রুহেলের প্রযোজনায় কারাগারের পাগল দফা নাটকে অভিনয় করেন মুহিনুর রহমান, হাবিবুর রহমান রাজিব, নাইম আহমদ, রায়হান আহমদ বাবলু ও সুলতান মনসুর।
পান্না দত্তের প্রযোজনায় বেগম লুৎফুন্নেছা নাটকে একক অভিনয় করেন নিশিতা দাশ রাত্রি।
সাজ্জাদুর রহমান পিন্টুর প্রয়োজনায় সুয়া নাটকে অভিনয় করেন সুদীপ দাশ, মারুফ আহমদ ও জাকারিয়া শিবলী।
মির্জা সোহেল বেগের প্রযোজনায় আওরঙ্গজেব নাটকে একক অভিনয় করেন সাইদুল ইসলাম আনিছ।
মূলত ছোট পরিসরে, কম সময়ে, কম ব্যয়ে এবং কম চরিত্রে নাটক মঞ্চস্থ করার লক্ষ্যে অণু নাটক এবং অণু নাটক উৎসবের আয়োজন বলে জানান আয়োজকেরা।
মৌলভীবাজার | শীতকালীন পথ নাটক | বাংলাদেশ পথ নাটক পরিষদ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’