মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:৩০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
মৌলভীবাজারে উদযাপিত হবে ‘রঙের বসন্ত’
বসন্ত উৎসব- ১৪৩০ উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে রঙের বসন্ত। ছবি- আই নিউজ
মৌলভীবাজার সদরে বসন্ত উৎসব- ১৪৩০ উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে ‘রঙের বসন্ত’। আগামী পহেলা মার্চ মৌলভীবাজার মেয়র মুক্তমঞ্চে এই উৎসবটি অনুষ্ঠিত হবে।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, মৌলভীবাজার বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। উৎসব উপলক্ষে আয়োজন করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতার।
আয়োজকরা জানান, আগামী ১ মার্চ (১৭ ফাল্গুন) শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে উৎসব। আয়োজকরা আশা করছেন বর্ণাঢ্য শোভাযাত্রায় শিশুকিশোরসহ সব বয়সের মানুষ থাকবেন উৎসবটি উদযাপনের জন্য।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজারের সাধারণ সম্পাদক অরুণ কুমার দাশ জানান, শোভাযাত্রায় 'ওরে গৃহবাসী' গানের সাথে নাচে অংশগ্রহণ করবেন একঝাঁক নৃত্যশিল্পী। শোভাযাত্রা মেয়র মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে পৌরসভার পুকুর পাড় ঘুরে কোর্ট রোড ধরে চৌমোহনা পয়েন্ট থেকে আবার মেয়র মুক্তমঞ্চে এসে শেষ হবে।
মুক্তমঞ্চে বিকাল ৪ টায় শুরু হবে মূল সাংস্কৃতিক অনষ্ঠান "রঙের বসন্ত"। এতে গান, নাচ এবং আবৃত্তির মাধ্যমে বসন্তকে উদযাপন করা হবে।
"রঙের বসন্ত" আয়োজন করেছে- জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, মৌলভীবাজার; সুর সাধনা মিউজিক একাডেমি, মৌলভীবাজার; আলোকধারা, মৌলভীবাজার ; রবিরাগ, মৌলভীবাজার; আগমনী ড্যান্স প্রোডাকশন হাউস, মৌলভীবাজার।
সম্প্রীতির এই উৎসবে মৌলভীবাজারের সকল স্তরের মানুষকে উপস্থিত থেকে উৎসব সফল করতে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’