নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৩:০২, ৯ মার্চ ২০২৪
ম্যানচেস্টারে পৌর মেয়র ফজলুর রহমানকে নাগরিক সংবর্ধনা
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মেয়র ফজলুর রহমান। ছবি- আই নিউজ ছবি- আই নিউজ
যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার পৌরসভারমেয়র মো. ফজলুর রহমানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার ডিস্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশন।
গত বৃহস্পতিবার (৭ মার্চ) ম্যানচেস্টারে একটি স্থানীয় রেস্তোরাঁয় এ উপলক্ষে নাগরিক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়। এসময় গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার ডিস্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
এসময় মৌলভীবাজার ডিস্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে মৌলভীবাজার শহরকে একটি নান্দনিক ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তোলার জন্য মেয়র ফজলুর রহমানকে ধন্যবাদ জানান তাঁরা।
পরে এসোসিয়েশনের নেতৃবর্গের সঙ্গে নৈশভোজে অংশ নেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাজ্য বাংলা কমিউনিটি নেতা রুহুল আমিন রুহেল।
উল্লেখ্য, মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সিলেট বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমান যোগে ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করেন মেয়র ফজলুর রহমান।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’