মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ‘রঙের বসন্ত’ উদযাপিত
মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘রঙের বসন্ত’ শিরোনামে বসন্ত উৎসব।
প্রকৃতিতে এখন বইছে ফাল্গুনের হাওয়া। চারদিকে ফুটছে রঙবেরঙের ফুল। গাছের ডালে আসছে থোড়া ভরা মুকুল। আজি দখিন-দুয়ার খোলা, এসো হে, এসো হে, এসো হে কবিগুরুর গানের এই বাণীকে হৃদয়ে ধারণ করে মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘রঙের বসন্ত’ শিরোনামে বসন্ত উৎসব।
গত বৃহস্পতিবার (০৭ মার্চ)বিকাল ৪ টা ৩০ মিনিটে সুরসাধনা মিউজিক একাডেমি এবং আগমনী ড্যান্স প্রোডাকশন হাউস এ আয়োজন করে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শীলা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ই মার্চের স্মরণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তারপর "ওরে গৃহবাসী খোল দ্বার খোল" গানে নৃত্যরত প্রায় অর্ধশত শিল্পীর নৃত্যের ঝংকারে মুখরিত হয় কলেজ প্রাঙ্গণ। এসময় দর্শকদের মুহুর্মুহু করতালি শিল্পীদের অনুপ্রেরণা যোগায়।
এরপর একে একে– 'আজি দখিন-দুয়ার খোলা, আহা কি আনন্দ আকাশে বাতাসে, ওরে ও বেলী চামেলী, মনের রঙ লেগেছে, ও মঞ্জরী ও মঞ্জরী, ফাগুন হাওয়ায় হাওয়ায়, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরা ওকারণে চঞ্চল, আজি দক্ষিণ পবনে, ঝরো ঝরো ঝরো ঝরো ঝরে রঙের ঝরনা, গহন কুসুমকুঞ্জ-মাঝে, আজ খেলা ভাঙার খেলা' গানগুলো পরিবেশন করা হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের গানে ও নাচে মুখরিত হয় অনুষ্ঠান প্রাঙ্গণ। রাঙিয়ে দিয়ে যাও এবং যা ছিলো কালো ধলো গানের মাধ্যমে শেষ হয় বসন্তের এই বিকেল।
অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনায় ছিলেন তৃপ্তি চক্রবর্ত্তী, নৃত্য পরিচালনায় প্রাপ্ত দেব প্রীতম। তবলায় কাব্য ভট্টাচার্য, কী-বোর্ডে ছিলেন অর্পিতা সূত্রধর। সমন্বয়ক ছিলেন সুর সাধনা মিউজিক একাডেমির সাধারণ সম্পাদক অরুণ কুমার দাশ।
সুর সাধনা মিউজিক একাডেমি, মৌলভীবাজারের সভাপতি তৃপ্তি চক্রবর্ত্তী বলেন 'এটা আমাদের সম্প্রীতির উৎসব। কালো ধলো রঙের যে ব্যবধান এই উৎসবেই সবাইকে এক কাতারে নিয়ে আসে। তাইতো কবিগুরু লিখেছিলেন, যা ছিলো কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো।'
তিনি বলেন, 'আমাদের এই অনুষ্ঠান প্রতিবছরই করে থাকি, ঋতুরাজ বসন্তকে উদযাপন করে সম্প্রীতির মেল বন্ধনের চেষ্টা প্রতিবছরই থাকবে।
অনুষ্ঠান আয়োজনে সহায়তার জন্য মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ মহোদয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকরা।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. এম এ আহাদ, সৈয়দ আবদুল মোতালিব রনজু, রনধীর রায়, অধ্যক্ষ রুমা ধর কৃষ্ণা, সালেহ এলাহি কুটি, হাসনাত কামালসহ দর্শকদের অনুভূতি প্রকাশের মাধ্যমে শেষ হয় বসন্ত উৎসব। দর্শকরা শুদ্ধ সঙ্গীত ও নৃত্যের মুর্ছনায় বুদ হয়ে ছিলেন বসন্তের এই বিকেলে এটা নির্দ্বিধায় বলা যায়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’