বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার
উপস্থিত বক্তৃতায় বিভাগে প্রথম শ্রীমঙ্গলের চা শ্রমিক সন্তান নাহিদ
উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে রাজঘাট চা বাগানের চা শ্রমিক সন্তান নাহিদ।
হাজারো শিক্ষার্থীকে পেছনে ফেলে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে শ্রীমঙ্গল রাজঘাট চা বাগানের শ্রমিক সন্তান নাহিদ। তার পুরো নাম আব্দুস সামাদ নাহিদ। পিতার নাম সেলিম আহমদ ও মায়ের নাম রুনা বেগম।
নাহিদের বাবা একজন চা শ্রমিক ও রাজঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। নাহিদ রাজঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী।
সে এ বছর জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় প্রথমে ইউনিয়ন পর্যায়ে পরে পর্যায়ক্রমে সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করে। বর্তমানে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার অপেক্ষায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়- উপস্থিত বক্তৃতার জন্য ১০টি বিষয় থেকে লটারি করা হয়। তার ভাগ্যে যে বিষয়গুলো পড়েছে সবগুলোই সে চমৎকারভাবে উপস্থাপন করেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ইউনিয়ন পর্যায়ে নাহিদের ভাগ্যে বক্তৃতা বিষয় পড়েছিল ‘আমার মা’। উপজেলায় পড়েছিল ‘১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন’। জেলায় পড়েছিল ‘একুশে ফেব্রুয়ারি’। বিভাগে পড়েছে ‘বাংলার খোকা’।
তিনি বলেন, নাহিদ তার মেধা দিয়ে চমৎকারভাবে উপস্থিত বক্তৃতা দিয়েছে। একজন চা শ্রমিক সন্তানের এই প্রতিভা দেখে সবাই মুগ্ধ হয়েছেন।
এসময় তিনি জাতীয় পর্যায়েও যেন সে সফলতা লাভ করতে পারে তাই তার জন্য শুভকামনা করেন।
এ ব্যাপারে নাহিদ জানায়, এ অর্জনের জন্য তার বিদ্যালয়ের শিক্ষিকারা কঠোর পরিশ্রম করেছেন। বিশেষ করে শিক্ষিকা মৌ চক্রবর্তী, শিক্ষিকা মাধবী রানী তাঁতী তার বাসায় গিয়েও বারবার অনুপ্রেরণ দিয়েছেন।
পিতা সেলিম আহমদ জানান, সন্তানের এ সাফল্যে তিনি নিজেও গর্বিত। এ জন্য তিনি তার বিদ্যালয়ের সকল শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’