সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জের দলই চা-বাগানে নাচে-গানে শুরু চায়ের পাতা সংগ্রহ
কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানে চা পাতা সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে। ছবি- আই নিউজ
পূজা-অর্চনা, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, গীতাপাঠসহ আনুষ্ঠানিকতা সম্পন্নের মধ্যো দিয়ে উৎপাদনের কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানে চা পাতা সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে। ব্যক্তি মালিকানাধীন দলই বাগানে চা পাতা তোলার কাজ উদ্বোধন করেন সিলেট টি কোম্পানির দলই চা বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় শ্রমিকদের আনুষ্ঠানিকতা শেষে চা বাগানের ২০ নম্বর সেকশনে পাতা চয়নের উদ্বোধন করা হয়। এরপর গত বছরে যারা সবচেয়ে বেশি দায়িত্বের সঙ্গে পাতা তোলার কাজ করেছে তাদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন দলই চা বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী, সহকারী ব্যবস্থাপক বদরুল হুদা চৌধুরী, সর্দার লছমি ভর, টিলা ক্লার্ক সুনীল তাতী, হেড টিলা ক্লার্ক অমল কান্তি বিশ্বাস , স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শীব নারায়ণ শীল, বাগান পঞ্চায়েত নেতা রবীন্দ্র বাউরী, মহিলা শ্রমিক খোদেজা বেগম, আচামা মান্দ্রাজী প্রুমখ।
পরে চা পাতা চয়নের মাধ্যমে মৌসুমের প্রথম পাতি উত্তোলন শুরু করেন নারী শ্রমিকরা। আলোচনা অনুষ্ঠানে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকরা চায়ের আশাতীত উৎপাদনের আশা প্রকাশ করেন। পরে চা পাতা চয়নের উদ্বোধন করেন সিলেট টি কোম্পানি লিমিটেডের দলই চা বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী।
দলই চা বাগানের সেকশনে চা গাছে নতুন কুঁড়ি সবুজের শোভা বর্ধন করেছে। সতেজতায় হাসছে চা বাগান। বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিকরাও চা পাতা উত্তোলনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সাধারণত ডিসেম্বরে মৌসুমের শেষে চা গাছ ছাঁটাই বা কলমের পর নিয়মানুযায়ী দু’তিন মাস চা বাগানে চা পাতা উৎপাদন বন্ধ থাকে। ফলে চা কারখানাও অলস থাকতে হয়। সেচ সুবিধা ও বৃষ্টিপাতের কারণে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন। এ বছরও এর কোনো ব্যতিক্রম ঘটেনি।
বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী বলেন, ‘গত বছর এ চা বাগানে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৬ লক্ষ ১৬ হাজার ৫শত ২৩ কেজি। এ বছর দলই চা বাগানে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ কেজি।
তিনি আরো বলেন, দানবীর রাগীব আলী নিজের কোনো স্বার্থ ব্যতীত শ্রমিকদের স্বার্থেই দলই চা বাগান চালু রেখেছেন। তারই ধারাবাহিকতায় মৌসুমের প্রথম এ বছর চা পাতা চয়নের উদ্বোধন করা হচ্ছে। শ্রমিকদের আন্তরিকতার মধ্য দিয়ে আশাতীত উৎপাদন সম্ভব হবে বলে তিনি দাবি করেন। এসময় মোটোফোনে বাগান মালিক রাগিব আলী বাগানের ব্যবস্থাপককে বলেন রমজান মাসে বাগানে এসে সকল শ্রমিকদের সাথে দেখা করে কথা বলবেন।’
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’