নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৭:৩৯, ১৬ মার্চ ২০২৪
হার পাওয়ার প্রকল্প
মৌলভীবাজারে ২৬৫ প্রশিক্ষিত নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ
প্রশিক্ষণার্থীর হাতে ল্যাপটপ তোলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিরা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে হার পাওয়ার প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তেন শনিবার (১৬ মার্চ) দুপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে এসব ল্যাপটপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব তওহিদ আহমদ সজল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন- নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নারীদের দক্ষ করতে প্রশিক্ষণ ও ল্যাপটপ দেওয়া হচ্ছে। এসব নারীরা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অনস্বীকার্য।
নারীর ক্ষমতায়নে হার পাওয়ার প্রকল্প
নারীর ক্ষমতায়নে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে গ্রহণ করা হয়েছে হার পাওয়ার প্রকল্প।
হার পাওয়ার প্রকল্পের উদ্দেশ্য
তথ্য-প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসাবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করা।
লক্ষ্যমাত্রা
ক) ৪৩টি জেলার সদর উপজেলাসহ মোট ৩টি উপজেলা ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাসহ মোট ১৩০ টি উপজেলায় তথ্য প্রযুক্তিতে নারীদের সক্ষমতা বৃদ্ধিতে চারটি ক্যাটাগরিতে মোট ২৫,১২৫ জন নারীকে ০৫ (পাঁচ) মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান। IT Service Provider হিসেবে ১০,৪০০ জন Women Freelancer হিসেবে ১০,৪০০ জন Women Call Centre Agent হিসেবে ১,০৭৫ জন Women E-commerce Professional হিসেবে ৩,২৫০ জন
খ) প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের নিয়ে ০১ (এক) মাসব্যাপী মেন্টরশীপ প্রোগ্রাম আয়োজন।
গ)তথ্যপ্রযুক্তি প্রয়োগে নারীর ক্ষমতায়ন বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে ২টি ও ৪৪টি জেলায় ১টি করে সর্বমোট ৪৬টি সেমিনার আয়োজন ও প্রচার।
ঘ) ২৫,১২৫ জন নারীকে আইসিটি পেশাজীবী এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য একটি একক নারী উদ্যোক্তা প্ল্যাটফরম তৈরি।
ঙ) সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে পার্টনারশীপ স্থাপন এবং চাকুরী মেলার আয়োজন।
প্রকল্পের ফলাফল
তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর দক্ষতা অর্জিত হবে, নতুন কর্মসংস্থান এর সৃষ্টি হবে অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। উপজেলা পর্যায়ে আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি খাতে দক্ষ নারী কর্মী ও নারী উদ্যোক্তা তৈরি হবে। সরকারি-বেসরকারি সংস্থার সাথে পার্টনারশীপ এর ফলে উপজেলা পর্যায়ের নারীদের প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থান এবং পরামর্শদানের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
প্রকল্প উপজেলাসমূহ ১৩০টি
ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা, ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, নবীনগর, চাঁদপুর সদর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কক্সবাজার সদর, চকরিয়া, রামু, খাগড়াছড়ি সদর, দিঘীনালা, মাটিরাঙ্গা, বান্দরবান সদর, লামা, রোয়াংছড়ি, বেলকুচি, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম, আক্কেলপুর, পাঁচবিবি, জয়পুরহাট সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, শিবগঞ্জ, কলারোয়া, তালা, সাতক্ষীরা, মুজিবনগর, মেহেরপুর, গাংনী, নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা, শ্রীপুর, মাগুরা, মহম্মদপুর, বাগেরহাট, মোড়েলগঞ্জ, মোংলা, ঝিনাইদহ সদর, শৈলকূপা, কালীগঞ্জ, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর, পিরোজপুর সদর, নাজিরপুর, মঠবাড়ীয়া, ভোলা সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, আমতলী, বরগুনা সদর, তালতলি, বড়লেখা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চুনারুঘাট, হবিগঞ্জ, মাধবপুর, সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক, নরসিংদী, রায়পুরা, শিবপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, শরিয়তপুর সদর, নড়িয়া, ডামুড্যা, আড়াইহাজার, নারায়নগঞ্জ, রূপগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জ, মিঠামইন, মানিকগঞ্জ, দৌলতপুর, সিংগাইর, মুন্সিগঞ্জ, শ্রীনগর, গজারিয়া, রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, মাদারীপুর, শিবচর, রাজৈর, গোপালগঞ্জ, টুংগীপাড়া, কোটালীপাড়া, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, বোদা, লালমনিরহাট, কালীগঞ্জ, আদিতমারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, সাদুল্লাপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রাণীশংকৈল, পীরগঞ্জ, কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, শেরপুর, নালিতাবাড়ী, শ্রীবরদী, কেন্দুয়া, পূর্বধলা, নেত্রকোণা।
কোর্স কারিকুলাম গুরুত্বপূর্ণ মডিউল
Introduction to Digital Marketing, Market Research, Making a website, Email Marketing, Copywriting, Search Engine Optimization, YouTube Marketing, Facebook Marketing, Twitter Marketing, Quora Marketing, Google Awards, Google Analytics, Instagram Marketing, Pinterest Marketing, LinkedIn Marketing & Facebook Ads.
প্রশিক্ষণের ক্যাটাগরি
স্থান : ভেন্ডর কোম্পানির নিজস্ব ল্যাব অথবা স্থানীয় পর্যায়ের বিভিন্ন বেসরকারি ল্যাবসমূহ।
অংশগ্রহণকারী : নারী (ছাত্রী/ফ্রীল্যান্সার/এন্ট্রাপ্রেনিয়ার/পেশাজীবী/গ্রামীণ বেকার নারী)
প্রশিক্ষণার্থী সংখ্যা : ২০ জন (ব্যাচ প্রতি)
ব্যাচ সংখ্যা : ১৩০ (১৩০ উপজেলা x প্রতি উপজেলায় ১ করে ব্যাচ)
প্রশিক্ষণের ব্যাপ্তি : ১১০ দিন ( ৫ মাস x ২২ দিন) প্রতিদিন
সেশন : ৪টি (১ ঘণ্টা করে)
প্রশিক্ষণার্থী নির্বাচনের সংক্ষিপ্ত মানদণ্ড
প্রশিক্ষণার্থীদের ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাঃন্যূনতম এইচ.এস.সি. পাশ শিক্ষার্থী/ ফ্রিল্যান্সার/ উদ্যোক্তা/ বেকার গ্রামীণ নারী।
প্রশিক্ষণার্থীদের বয়স : ১৮-৪০ বছর
অন্যান্য দক্ষতা : আইসিটির মৌলিক জ্ঞান, দ্রুত শেখার ক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা।
নোট: এই ক্যাটাগরির প্রশিক্ষণের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ এর ছাত্রীরা প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত হবে।
পাশাপাশি - সুবিধাবঞ্চিত, অনগ্রসরতা, দারিদ্রতা ও বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে।
সতর্কতা: যারা ইতঃপূর্বে এই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসাবে নির্বাচিত হওয়ার জন্য বিবেচিত হবেন না।
সারসংক্ষেপ
প্রতি উপজেলায় ২০ জন করে ১৩০টি উপজেলায় ২,৬০০ জন নারীকে Women Freelancer on Digital Marketing হিসেবে তৈরি করার প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণের ব্যাপ্তি ৫ (পাঁচ) মাস। মোট তিনটি লেভেল-এ প্রশিক্ষণ সম্পন্ন হবে। ৫ (পাঁচ) মাসের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের জন্য ০১ (এক) মাসব্যাপী মেন্টরশিপ প্রোগ্রাম আয়োজন করা হবে।
তথ্যসূত্র ও বিস্তারিত : হার পাওয়ার প্রকল্প
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’