সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
কমলগঞ্জে আগুনে চা শ্রমিক আনু কুর্মীর বসতঘর পুড়ে ছাই
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে আগুন লেগে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। শনিবার (১৬মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকার চা শ্রমিক আনু কূর্মীর বসতঘরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে আনু কুর্মীর বসতঘরে আগুন লাগে। তাৎক্ষণিক বালতি, ডেগ, কলস ও বালি ব্যবহার করে আগুন নেভাতে কাজ শুরু করেন। ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বসতঘরের মাটির দেয়াল ছাড়া সমস্তকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে হাজির হলে স্থানীয় জনতা তাদের নিরুৎসাহিত করেন।
ক্ষতিগ্রস্ত আনু কুর্মী জানান, সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ করে আমার ঘরে আগুন লাগে। ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ সব সবকিছু পুড়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য শিপন চক্রবর্তী জানান, আগুন লাগার খবর পাওয়ার আমি সেখানে যাই। মালামাল উদ্ধারে তাদের সহযোগীতা করি। তাদের একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সেই ঘরটিতে প্রচুর মালাশাল ছিল। যার পরিমান ৪-৫ লক্ষ টাকা হবে। আমি চেয়ারম্যান, বাগান ব্যবস্থাপক ও পঞ্চায়েতকে বিষয়টি অবগত করেছি। তাদের সহযোগীতা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার ঘটনা শুনে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করে স্থানীয়রা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’