মৌলভীবাজার প্রতিনিধি
সরকার বাজারে দুই গ্রামের সং ঘ র্ষ, ২ জন গু লি বি দ্ধ
দুই পক্ষের ২ জন গু লি বি দ্ধ সহ ২২ জন আ হ ত হয়েছেন।
মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকায় দুই গ্রামের সং ঘ র্ষে দুই পক্ষের ২ জন গু লি বি দ্ধ সহ ২২ জন আ হ ত হয়েছেন বলে জানা গেছে। দুই ভাইয়ের দোকান নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ সং ঘ র্ষ বাধে বলে জানিয়েছে পুলিশ।
গত শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে গোরারাই বাজারে এই ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত থাকলেও এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক জব্দ করেছে।
সং ঘ র্ষে আ হ ত রা হলেন- গোরারাই গ্রামের আফজল মিয়া’র ছেলে জমির, তোতা মিয়া’র ছেলে হাবিবুর রহমান এবং হলিমপুরের ফজলু, মুফাচ্ছির ও জগলুসহ প্রায় বিশজন।
পুলিশ জানায়, হলিমপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মছনু মিয়া ও তার ছোট ভাই রিপন মিয়ার মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। এ থেকেই ঘটনার সূত্রপাত। পরে গোরারাই ও অলিপুর এই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগ উঠেছে, রিপন মিয়া তার লাইসেন্সকৃত বন্দুক থেকে প্রকাশ্যে গু লি করেন। এতে জমির হোসেন ও শামীম আহমদ নামে দুইজন গু লি বি দ্ধ হন।
খবর পেয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মডেল থানা পুলিশ গোরারাই বাজার বন্ধ করে দিয়েছেন। বর্তমানে উভয় গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আবারও সং ঘ র্ষ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে গতকাল অতিরিক্ত পুলিশ সুপার (সদর-রাজনগর) মো. আজমল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজকে এক ভাই দোকান কোঠায় তালা দিলে অন্য ভাই এসে কথা কাটাকাটি করে এক পর্যায়ে সং ঘ র্ষে জড়িয়ে পড়ে। এদের এক ভাইয়ের লাইসেন্সকৃত বন্দুক জব্দ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’