মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:২৭, ৮ এপ্রিল ২০২৪
উপজেলা নির্বাচনে মৌলভীবাজারে প্রার্থীতা ঘোষণা করলেন কামাল হোসেন
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন।
দিন যতো গড়াচ্ছে ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচন। এরিমধ্যে নির্বাচনকে ঘিরে সক্রিয় হতে শুরু করেছেন প্রার্থীরা। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জনিপ্রয় নেতা কামাল হোসেন নির্বাচনে নিজের প্রার্থীরা ঘোষণা করেছেন। এর মধ্য দিয়ে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে নামলেন জনবান্ধব এই নেতা।
রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রার্থীতার ঘোষণা দেন কামাল হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
এতে সদর উপজেলা পরিষদ নির্বাচনে কামাল হোসেনকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যভাবে কাজ করার আহ্বান জানান সাবেক এমপি নেছার আহমদ।
এসময় ইফতার মাহফিলে অংশ নিয়ে জেলা কামাল হোসেনকে বিজয়ী করতে অঙ্গীকার করেন উপস্থিত নেতাকর্মীরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, আওয়ামী লগের জাতীয় পরষিদ সদস্য মো. ফিরোজ, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর হোসেন, কৃষকলীগ সভাপতি জমসেদ মিয়া, মৎস্যলীগ সভাপতি মুজাহিদ আহমদ, একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
এ সময় বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন বলেন, সদর উপজেলা একটি শান্ত উপজেলা। এই উপজেলাকে কোনভাবেই অশান্ত করা যাবে না। তাই আবার আপনাদের সকলের সহযোগিতা ও সকলের দোয়া কামনা করে আমি আবারও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করব।
এদিন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ১২টি ইউনিয়নের নেতাকর্মী-সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কামাল হোসেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বেশ সুনাম ও জনপ্রিয়তা নিয়ে তিনি তখন ছাত্রলীগের নেতৃত্ব দেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের বারবারের নির্বাচিত সভাপতি।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন- কামাল হোসেন মৌলভীবাজারের অন্যতম জনপ্রিয় নেতা। তাঁর রয়েছে বিপুলসংখ্যক অনুসারী। তিনি মানুষের বিপদে, দুর্যোগে, সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়ান। তিনি জনবান্ধব নেতা। শিক্ষিত, মেধাবী ও সুবক্তা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’