নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
ঈদের আগে মৌলভীবাজারে বেড়ে গেছে মোরগের দাম
একটি পোল্ট্রি মোরগের দোকানে ঈদের আগে তোলা হয়েছে নতুন মোরগ। ছবি- আই নিউজ
পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র এক বা দুইদিন। ঈদকে ঘিরে এখন জমজমাট শেষ সময়ের বাজারে। ঈদের বাজারে মোরগের চাহিদাও বাড়ে ক্রেতাদের মধ্যে। চাহিদা বাড়ায় ঈদের মৌলভীবাজারের পোল্ট্রি মোরগের বাজারে দুই-তিন দিন আগে থেকেই দাম বাড়তে শুরু করেছে। লাল মোরগ, পোল্ট্রি মোরগসহ বেড়েছে সব ধরনের মোরগের দাম।
মৌলভীবাজার সদর উপজেলা শহরের বিভিন্ন মোরগের বাজার ঘুরে মোরগের দাম বৃদ্ধির এই চিত্র দেখা গেছে। দুইদিন আগেও যে মোরগ বিক্রি হয়েছে কেজি প্রতি ২০০ টাকা দরে। ঈদের দুই দিন আগ থেকে সেই মোরগই কিনতে হচ্ছে কেজি ২৫০ টাকা দরে। কেজি প্রতি পঞ্চাশ টাকা বেড়েছে মোরগের দাম। লাল মোরগ বিক্রি হচ্ছে প্রতি পিস ৬৭০ টাকা মূল্যে। দেশী মোরগেও বেড়েছে দাম।
এদিকে মোরগের দাম বাড়ার জন্য কোম্পানি ও কোম্পানির এজেন্ট-ম্যানেজারদের দোষছেন ব্যবসায়ীরা। একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে আই নিউজকে বলেন, ঈদের আগে চাহিদা বাড়ায় দাম বেড়েছে এমন নয়। দাম বাড়ে কোম্পানির কারচুপির কারণে। তারা মোরগের বাচ্চা দিতে চায় না। তাদের পছন্দমতো ব্যবসায়ীদের বাচ্চা দেয়। ফলে ক্ষুদ্র খামারীরা মোরগ উৎপাদন করতে পারেন না। অন্যদিকে কোম্পানি যাদেরকে মোরগদের বাচ্চা দেয় তাদেরকে ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করে দেয়। এর প্রভাব পুরো মোরগের বাজারে পড়ে।
আরেক ব্যবসায়ীও বলেছেন একই কথা। তাঁর ভাষ্য, সরকারের পক্ষ থেকে মোরগের বিভিন্ন বড় বড় কোম্পানির ব্যাপারে নজর রাখা উচিত। মূলত, তাদের কারসাজির কারণে বাজারে মোরগের দাম উঠানামা করে।
অপরদিকে, ঈদের এই সময়ে ভোক্তাদের নিরাপত্তায় বাজার নিয়মিত মনিটরিং করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়। মৌলভীবাজার সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় ভোক্তার অভিযান পরিচালনা করে পণ্যের মান ও দামসহ বাজার তদারকি চলমান আছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’