মৌলভীবাজার প্রতিনিধি
বড়লেখায় দেড় শতাধিক মানুষকে ঈদ উপহার দিল ছাত্রলীগ
ছবি- সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে দেড় শতাধিক মানুষের হাতে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছে বড়লেখা পৌর ছাত্রলীগ।
গত সোমবার (৮ এপ্রিল) উপজেলা চত্ত্বর এলাকায় পৌর ছাত্রলীগের কার্যালয়ের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রত্যেককে বিরানীর চাল ১ কেজি, তেল ১ লিটার, ময়দা ১ কেজি, সেমাই ১ প্যাকেট, নুডুলস ১ প্যাকেট, দুধ ১ প্যাকেট, পেঁয়াজ ১ কেজি ও আলু ১ কেজি করে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে বড়লেখা পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র ছাত্রলীগ নেতা কবির আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন ও বিবেকান্দ দাস নান্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সিনিয়র সহ সভাপতি সিদ্রাতুল কাদের আবির, সাংগঠনিক সম্পাদক শফিউস সামাদ জুয়েল, এমসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ শোভন, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম মাহদী, বড়লেখা পৌর ছাত্রলীগ নেতা সুপ্রজিৎ কুমার দাস, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমদ, ফাহাদ আহমদ, আলা উদ্দিন হোসেন বায়েজিদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তানিম ইসলাম প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’