মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:৪৯, ১৫ এপ্রিল ২০২৪
ছুটি শেষে মৌলভীবাজারে খুলতে শুরু করেছে অফিস-আদালত
ফাইল ছবি
ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখের টানা ৫ দিন ছুটি শেষে সোমবার থেকে খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। এরই প্রেক্ষিতে সোমবার সকাল থেকেই মৌলভীবাজার সদরের নানা অফিস ও প্রতিষ্ঠানে শুরু হয়ে গেছে কর্মচঞ্চলতা। টানা ৬ দিন ছুটি শেষে অফিস পাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা।
সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকেই মৌলভীবাজারে বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের অফিসের দিকে যেতে দেখা গেছে। ঈদের ছুটির পর আজ প্রথম কর্মদিবস বলে অনেকেই পরে এসেছেন ঈদের পাঞ্জাবি, শাড়ি-জামা।
গত ১১ এপ্রিল দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে ৯, ১০, ১১ ও ১২ এপ্রিল সরকারি ছুটি ছিল। ১৩ এপ্রিল শনিবার সপ্তাহিক ও ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি। ফলে ৯ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটিয়েছেন চাকরিজীবীরা।
মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত ব্যাংক এশিয়াতে সিকিউরিটি গার্ডের চাকরি করেন মইনউদ্দিন। টানা ৫ দিনের ছুটিতে বাড়িতে ঘুরে কাজে ফিরেছেন তিনি। জানালেন, ব্যাংকের অন্যসব কর্মকর্তা-কর্মচারীরাও কাজে ফিরেছেন আজ থেকে। ৫ দিন ব্যাংক বন্ধ থাকায় সকাল থেকেই ব্যাংকে গ্রাহক উপস্থিতি রয়েছে বলে জানান মইনউদ্দিন।
তবে, যারা ঈদের সরকারি ছুটির বাইরেও ঐচ্ছিক ছুটি নিয়েছেন তারা এখনো ফেরেন নি। তাদের ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে। এছাড়া স্কুল-কলেজও আগামী সপ্তাহে খুলবে। তখন স্বাভাবিকরূপে ফিরবে রাজধানী।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো টানা ৬ দিন ছুটি কাটিয়েছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’