মৌলভীবাজার প্রতিনিধি
কালব- এর সভাপতি হিমাংশু শেখর সেক্রেটারি আশরাফুল আলম
নতুন কমিটির সভাপতি ও সম্পাদক। ছবি- আই নিউজ
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ লি. এর সহযোগী প্রতিষ্ঠান মৌলভীবাজার সদর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. মৌলভীবাজার সদর এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন।
শনিবার (২০ এপ্রিল) শহরের বড়হাট আবু শাহ (র.)দাখিল মাদ্রাসায় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে অংশ নেন হিমাংশু শেখর দেব রায় সহ অন্যান্য পদে মোট ছয়জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
নির্বাচনে আমতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু শেখর দেব রায় সভাপতি পদে আনারস প্রতীকে ৭৮টি ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসিম আহমদ চৌধুরী, মৌলভীবাজার পৌরসভা চেয়ারম্যান পদে চেয়ার প্রতিকে ৪৯টি ভোট পেয়েছেন আমিন শাহ, সিনিয়র শিক্ষক, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়, ভাইস-চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৫৯ টি ভোট পেয়েছেন । তার নিকটম প্রতিদ্বন্দ্বী মো. নজমুল ইসলাম মৌলভীবাজার পৌরসভা, ছাতা প্রতীকে ৬৯ টি ভোট পেয়েছেন, মো. আশরাফুল আলম (শিপন) সিনিয়র শিক্ষক শাহ্ হেলাল উচ্চ বিদ্যালয়, সেক্রেটারি পদে ফুটবল প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শহিদুল ইসলাম রিপন রিপন, রিপন স্টোর এর স্বত্বাধিকারী দ্বারক ট্রেজারার পদে দোয়াত কলম প্রতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মো. মোস্তাফিজুর রহমান (বকুল)পরিচালক, কনফিডেন্স কেজি এন্ড হাই স্কুল, ডিরেক্টর পদে মোটরসাইকেল প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অজয় রায় সত্বাধীকারী, লক্ষ্মী জুয়েলার্স ডিরেক্টর পদে প্রজাপতি প্রতিকে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে বার্ষিক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
এ সময় নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ এর পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়া হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’