সাইফুল ইসলাম সুমন, জুড়ী
জুড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে বৈধ প্রার্থী ১৬ জন
ছবি- আই নিউজ
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো শুধুমাত্র অনলাইনে মনোনয়নপত্র জমা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথম ধাপের ভোট ৮ই মে অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। ওই ৩ টি পদে ১৭ জন প্রার্থীর জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে বৈধতা ঘোষণা দেয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।
এ উপজেলায় ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। চেয়ারম্যান ৭ জন, ভাইস চেয়ারম্যান ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল হয় মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমীর আব্দুর রহমানের। আর বৈধ প্রার্থী ঘোষিত হন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, বর্তমান ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, আমেরিকা প্রবাসী কবির উদ্দিন, আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী ঘোষিত হন উপজেলা আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ব্যবসায়ী মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু, ব্যবসায়ী রুবেল আহমদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী ঘোষিত হন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম ও সাবেক ইউপি সদস্য শিল্পী বেগম।
জুড়ী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, জুড়ীতে প্রথম ধাপে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের মূল প্রচারণা শুরু হবে। সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’