রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জে বৈশাখী ঝড়, শিলাবৃষ্টিতে বোরোধানের ক্ষ-তি
ছবি- আই নিউজ
মৌলভীবাজারে কমলগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষ-তি হয়েছে। শিলাবৃষ্টির কারণে পাকা বোরো ধান ভেঙে পড়ছে। ফসল ঘরে তুলার আগ মূহুর্তে ফসল ন-ষ্ট হওয়ায় কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ।
কৃষকেরা জানান, শুক্রবার দিবাগত শেষ রাতে কালবৈশাখী ঝরের সঙ্গে প্রায় প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে। এই শিলাবৃষ্টির কারণে বোরো ধানের অনেক ক্ষতি হয়েছে। প্রায় সবধান এখন পেকে এসেছে। হঠাৎ শিলা বৃষ্টির কারণে পাকা ধান ঝরে পরেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। গত কয়েকদিন ধরে কৃষকেরা ধান কাটা শুরু করেছেন। কালবৈশাখী ও শিলা বৃষ্টি কী পরিমাণ ধানের ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। আগামী দু-এক দিনের মধ্যে পুরোপুরি তথ্য জানা যাবে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের বোরো ধানের মাঠ ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ধান আধপাকা হয়ে এসেছে। শিলা বৃষ্টির কারণে জমির পাকা ধানের শিশ ভেঙে পরেছে। শেষ সময়ে ধানের এমন ক্ষতি হবে কৃষকেরা ভাবতেই পারেননি।
কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন কৃষক আনোয়ার মিয়া বলেন, আমার জমির সবগুলো ধান প্রায় পেকে এসেছে। গতকাল রাতে শিলা বৃষ্টি ও কালবৈশাখীতে অনেক ধান ঝরে পরেছে। ধান নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি জানান।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, উপজেলার কয়েকটি ইউনিয়ন শিলা বৃষ্টি হয়েছে। এসব এলাকার ৫ থেকে ৬ হেক্টর জমির ফসল শিলা বৃষ্টির কারণে ক্ষতি হতে পারে। কি পরিমাণ ক্ষতি হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে জানা যাবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’