শ্রীমঙ্গল প্রতিনিধি
বৈমাত্রেয় ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবুল দোষাদ। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষমতার অপব্যবহার করে পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দুই পরিবার।
রোববার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে বাদল দোষাদ ও তাঁর স্ত্রী নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী বাবুল দোষাদ ও অজয় দোষাদ নামের দুই ব্যক্তি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবুল দোষাদ বলেন, ‘আমার বৈমাত্রেয় ভাই বাদল দোষাদ চৌধুরী ও তার স্ত্রী মিতালী দত্ত আমাদের জায়গার উপর বাউন্ডারি ওয়াল দিয়ে আমাদের জায়গা জবর দখল করেন। আমার পিতা হতে দান প্রাপ্ত উক্ত সম্পত্তি আমার কাকা শ্রীনাথ দোষাদ এবং বৈমাত্রেয় ভাই বাদল দোষাদ চৌধুরী ও উনার পরিবার উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে আমার ভাই গোপাল দোষাদ, আমি বাবুল দোষাদ ও ছোট ভাই বকুল দোষাদ এর পারিবারিক সম্পত্তি ভোগ দখল করে আসছেন।’
বাবুল বক্তব্যে আরো বলেন, ‘আমরা উক্ত ভূমির জন্য বিভিন্ন ভাবে এলাকার মুরুব্বী এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রীমঙ্গলের বিজ্ঞ শ্রদ্ধাভাজন মুরব্বিগন আমাদের বৈমাত্রেয় ভাই বাদল দোষাদ এবং মিতালী দত্ত এর নিকট আবেদন করলেও তিনি উনাদের অনুরোধ অগ্রাহ্য করেন। উক্ত সম্পদ দখল করে রাখেন এবং আমিসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও কুলির গোষ্টি সংবোধন করে গালিগালাজ করতে থাকেন। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দখলের হাত থেতে পারিবারিক সম্পদ উদ্ধার ও ভূমিদস্যুতার বিচারের দাবি জানান ভুক্তভোগীরা।’
এদিকে একই সংবাদ সম্মেলনে আরেক ভুক্তভোগী অজয় দোষাদের পক্ষে তার স্ত্রী সঞ্চিতা দোষাদ লিখিত বক্তব্যে বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখল করা এবং মিথ্যা মামলায় পরিবারবর্গকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছে। গত ২০২২ সালের এপ্রিলের ৮ তারিখ জমি অংশ এবং আমার পিতার তৈরী বাসভবন আমার কাকার নিকট ফেরত চাইতে গেলে আমার জৈঠাত্ব ভাই বাদল দোষাদ ও তার স্ত্রী মিতালী দত্ত (মহিলা ভাইস চেয়ারম্যান) আমাদের উপর ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজসহ মিতালী দত্ত আমাদের পরিবারকে কুলির গোষ্ঠি বলে সম্বোধন করেন। এবং কুলির গোষ্টির সবাইকে জেলের ভাতা খাওয়াবে বলে হুমকি প্রদান করেন। এবং আমাদের নামে শ্রীমঙ্গল থানায় মিথ্যা মামলা দায়ের করেন।’
সঞ্চিতা বক্তব্যে আরো বলেন, ‘আমার পরিবার ও আত্মীয়স্বজনগনকে উক্ত মিতালী দত্ত (মহিলা ভাইস চেয়ারম্যান) উনার ক্ষমতা অপব্যবহার করে আমাদের বিভিন্ন মামলা এবং হুমকি ধামকি দিচ্ছেন। আমরা দীর্ঘদিন আমার কাকা শ্রীনাথ দোষাদ ও জেঠাতো ভাই বাদল দোষাদ ও মিতালী দত্তের নির্যাতনের স্বীকার। আমরা বাবা হারা এতিম সন্তান এবং আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য শ্রীমঙ্গল প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট সহযোগিতা কামনা করছি।’ এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী গোপাল দোষাদ, বকুল দোষাদ, অজয় দোষাদ প্রমূখ।
এ সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাদল দোষাদ চৌধুরীর স্ত্রী নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত মুঠোফোনে বলেন, ‘সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি আমাদের কাকার জায়গা বসবাস করছি।’
আই নিউজ/আরএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’