নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৯:০১, ১ মে ২০২৪
মৌলভীবাজারে চলছে কারিগরী ও বৃত্তিমূলক সপ্তাহ ২০২৪, জব ফেয়ার
ছবি- আই নিউজ
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে কারিগরী ও বৃত্তিমূলক সপ্তাহ ২০২৪। এ উপলক্ষে পলিটেকনিক ইন্সষ্টিটিউটে আয়োজন করা হয়েছে সেমিনার এবং স্বাক্ষর অনুষ্ঠানসহ সপ্তাহব্যাপী নানা ইভেন্ট।
গত রোববার (২৮ এপ্রিল) জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম কারিগরী শিক্ষা সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
গত মঙ্গলবার (৩০ এপ্রিল) আয়োজনের অংশ হিসেবে সকাল ১১টায় ইনস্টিটিউটে সেমিনার ও ইনস্টিটিউট-ইন্ডাস্ট্রি (MOU) স্বাক্ষর করা হয়।
এতে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট-এর ব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।
সেমিনারে ৪র্থ শিল্প বিপ্লব ও আমাদের প্রস্তুতি বিষয়ের উপর পেপার উপস্থাপন করেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ নাহিরুল ইসলাম।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর, রাজনগর ও জুড়ী উপজেলার তৈমুস আলী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষগণ যথাক্রমে প্রকৌশলী সেলিম আলম সরকার, প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম ও প্রকৌশলী সমীর কুমার ভৌমিক।
কম্পিউটার টেকনোলজির ইন্সট্রাক্টর এস এম ফাত্তাহ তুহিনের সঞ্চালনায় সেমিনারে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্প-কারখানার প্রতিনিধি, সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধান, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, টিভি, বেতার ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরএসি টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌ. জহিরুল ইসলাম। অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নোত্তর ও তথ্য বিশ্লেষণ করেন ফুড টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আশরাফুজ্জামান।
সেমিনারে রেপোটিয়ারের দায়িত্ব পালন করেন কম্পিউটার টেকনোলজির ইন্সট্রাক্টর মো. সোহেল মিয়া ও নন-টেক বিভাগের ইনস্ট্রাক্টর মো. ইসতিয়াক আহমেদ।
বৃহস্পতিবার (০২ মে) পলিটেকনিক অডিটরিয়ামে সমাপনি অনুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে সপ্তাহের কার্যক্রম সমাপ্ত হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’