হাসানাত কামাল
আপডেট: ১৫:৩০, ৭ মে ২০২৪
মৌলভীবাজারের হাওরে বোরো ধান কাটা ৯৮% শেষ
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের হাওরে বোরো ধান কাটা প্রায় শেষ। বৃষ্টি ও বন্যার আগে হাওরের ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষকেরা। জেলার হাওর ঘুরে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক দেখা গেছে।
মঙ্গলবার (০৭ মে) সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আথানগিরি গ্রামের চিত্র; পাশেই বড় হাওরের ‘ফোলা বিল’। ধান কাটতে ব্যস্ত কৃষকেরা। সেখান থেকে ধান কেটে এনে গোপলা নদীর পারে এনে স্তুপ করছেন। সেখানে মেশিন দিয়ে ধান মাড়াই দিতে ব্যস্ত সবাই। গোপলার পাড়ে আনোয়ার মিয়ার পুরো পরিবার ধান তুলছেন। কেউ বস্তায় ধান ভরছেন, কেউ বস্তা ভ্যানগাড়িতে তুলে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। সবার তাড়া। কথা বলার সময় নেই। বারণ দ্রুত ঘরে ধান তুলতে হবে।
ঠিক এরককম দৃশ্য দেখা যায় মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর, হাইল হাইর, বড় হাওররে চাতল বিল, লেখা বিল, হাকালুকি, হাওরসহ ছোট-বড় সব হাওরে। ঘরে ধান তুলতে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের কৃষক-কিষাণী, নারী, পুরুষ, শিশু—সব বয়সী মানুষ।
সদর উপজেলার একাটুনা ইউনিয়ন সংগলগ্ন কাউয়াদীঘি হাওরে কথা হয় কৃষক ছফির আলীর সাথে। তিনি বলেন- এখনও প্রাকৃতিক দুর্যোগ নেই। অন্যদিকে দুপুরের তপ্ত রোদ নেই। হালকা বাতাসও আছে। এমন আবহাওয়ায় দ্রুত ঘরে ধান তুলতে পেরে খুব খুশি।
ছাইম উল্যা বলেন- সবসময় চিন্তা ছিলো কখন বৃষ্টি আসে আর বন্যা হয়ে যায়। এখন আর হাওরের ধান নিয়ে চিন্তা নেই।
কৃষকেরা বলছেন- উন্নত জাতের ধানের বীজ পেয়ে ফলনও ভালো হয়েছে। পাশাপাশি যন্ত্র দিয়ে ধান মাড়াই-ঝাড়াই ও শুকানোর সুবিধার কারণে দ্রুত ঘরে ফসল তুলতে পারছেন।
হাকালুকি হাওরে রফিক আলী বলেন- আগে বিঘা প্রতি ধান হতো ৮-১০ মণ। এখন সেটা হয় ১৮ থেকে ২৫ মণ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ আই নিউজকে বলেন- এ বছর মৌলভীবাজার জেলায় ৬১ হাজার ৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এবার ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৩০০ মেট্রিকটন।
তিনি জানান- হাওরে ২৭ হাজার ৫১৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ইতোমধ্যে মঙ্গলবার (০৭ মে) পর্যন্ত হাওরে ৯৮ শতাংশ ধান কাটা হয়েছে।
এদিকে রোববার (৫ মে) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ বছর হাওরভুক্ত ৭টি জেলা– সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাক্ষণবাড়িয়ায় শুধু হাওরে ৪ লাখ ৫৩ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে। সারা দেশে এখন পর্যন্ত বোরো ধান কাটা হয়েছে ৩৩ শতাংশ। আর হাওরের ৯৭ শতাংশ ধান কাটা ইতোমধ্যে শেষ হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’