শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলের চা বাগানে শিশু ও মায়েদের মাঝে স্বাস্থ্য, শিক্ষা উপকরণ
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানে ৩১৬ জন শিশু ও মায়েদের মাঝে স্কুল সামগ্রী, স্বাস্থ্য উপকরণ এবং গবাদিপশু ছাগল বিতরণ করা হয়েছে।
উপজেলার জাগছড়া চা বাগানে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় মঙ্গলবার (০৭ মে) সকাল ১০টায় প্রকল্পের শিশু শিক্ষার্থী ও মায়েদর মাঝে এই উপকরন গুলো বিতরন করা হয়।
প্রকল্প অফিসে অনুষ্ঠিত উপকরন বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর জাগছড়া প্রকল্প ব্যবস্থাপক লুকাস রাংসাই,গণমাধ্যম কর্মী সাজু মারছিয়াং প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর সমাজকর্মী রিবিকা মাহাপাত্র।
এসময় আরোও উপস্থিত ছিলেন প্রকল্পের হিসাবরক্ষক উইলিয়াম পাত্র, সমাজকর্মী ফ্লোরিস আমসে ও রাইমন বিশ্বাস।
এসময় প্রকল্পের ৩১৬ জন শিশু এবং ১৫ জন নবজাতক ও মায়েদর মাঝে ১৫টি মশারী, ১৫ টি বেবী ড্রেস, ১৫টি ওয়াটার ফিল্টার, ১৫টি ঝুড়ি, ১৫টি ছাগল সহ, প্রকল্পের শিশু শিক্ষার্থীদের মাঝে ২টি করে সাবান, ১টি টুথব্রাশ, ৫০০ গ্রা: ডিটারজেন্ট পাউডার, ১ টি স্যাভলন লিকুইড, ৩ টি খাতা, ১টি কলম, ১৩৫ জন শিশুদের জন্য স্কুল ড্রেস, ২৮৮ জন শিশুদের ১ টি করে ছাতা বিতরণ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’