কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান হিসেবে জয়ী ফজলুল হক খান সাহেদ
ফুলতলী পীর সমর্থিত আল ইসলাহর প্রার্থী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
কুলাউড়া উপজেলায় হেভিওয়েট আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন ফুলতলী পীর সমর্থিত আল ইসলাহর প্রার্থী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
বেসরকারি ফলাফল অনুসারে, ১০৩টি ভোট কেন্দ্রে মোট ২ লাখ ৯০ হাজার ৬৪৮ ভোটের মধ্যে দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে তিনি বিজয়ী খয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম কাপ পিরিচ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৮৪২।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু আনারস প্রতিকে ১৭ হাজার ২৯৮ ভোট এবং আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হাসান মোটর সাইকেল প্রতিকে ৫ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রাজ কুমার কালোয়ার রাজু চশমা প্রতিক নিয়ে ৩১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ পেয়েছেন ৩০ হাজার ৪৮৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম (ফুটবল) প্রতিকে ৭১ হাজার ২০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি পেয়েছেন ২১ হাজার ৫১৮ ভোট।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ কেউ কাউকে তোয়াক্কা করেন না, কেউ কারো কথা শুনেন না, সবাই চলেন নিজের ইচ্ছামতো। গত সংসদ নির্বাচনের সময় এই উপজেলা থেকে প্রায় এক ডজন নেতা মনোনয়ন কিনেছিলেন।
এই নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারন সম্পাদক মিলে পেয়েছেন ৫৬ হাজার ৭২৪ ভোট। অথচ যিনি বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন ৩৭ হাজার ৫৫৯ ভোট। এই নির্বাচনের প্রচারণার সময় সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এবং সাধারন সম্পাদক সভাপতির বিরুদ্ধে বিষেদাগার করে বিভিন্ন ইউনিয়নে পথসভায় বক্তব্য রাখায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
দলের অভ্যন্তরীন কোন্দল না থাকলে এবং একাধিক প্রার্থী না দাড়ালে দলীয় প্রার্থীর বিজয় ছিলো সুনিশ্চিত।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’