নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে তিন বছরে বজ্রপাতে মৃ-ত্যু ৩০, ক্রমেই বাড়ছে…
জেলা প্রশাসকের কার্যালয়ে দু*র্যো*গ প্রস্তুতি সভা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে তিন বছরে বজ্রপাতে ৩০ জনের মৃ-ত্যু হয়েছে। সময়ের সাথে সাথে ক্রমেই বাড়ছে এ সংখ্যা। ২০২৪ সালের ০৯ মে পর্যন্ত মারা গেছেন ১০ জন।
ব-ন্যা ও ঝড়-তুফান শ*ঙ্কা*কে সামনে রেখে আজ বৃহস্পতিবার (০৯ মে) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দু*র্যো*গ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব তথ্য জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
সভায় জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা ছাদু মিয়া জানান- মৌলভীবাজারে বজ্রপাতে ২০২১ সালে একজন, ২০২২ সালে ছয়জন এবং ২০২৩ সালে ১৩ মারা যান। ২০২৪ সালের আজ ০৯ মে পর্যন্ত ১০ জন মারা গেছেন। ক্রমেই এটা বেড়ে যাচ্ছে।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন- আমাদের সকলের সচেতনতা বেশি দরকার। আবহাওয়া ফোরকাস্টের অ্যাপ আছে। যেটা আগে থেকেই পুর্বাভাস দেয় কখন-কোথায় বজ্রপাত হতে পারে। এটা দেখে ঘর থেকে বের হলে বিপদ এড়ানো সম্ভব।
অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক মহিসন বলেন- বেশি করে পরিবেশ বান্ধব ও উঁচু গাছ লাগাতে হবে। সকলে মিলে কাজ করতে হবে।
বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল বলেন- বেশি করে তালগাছ লাগাতে হবে এবং সংরক্ষণ করতে হবে। এছাড়া বজ্র নিরোধক দণ্ড লাগানো ব্যবস্থা করতে হবে।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন- মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ব্যাপক ভূমিকা রয়েছে। মিডিয়ার অনেক দায়িত্ব। গণমাধ্যমের কাজ মানুষকে সচেতন করা।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক মহসীন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’