নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২২:০৩, ৯ মে ২০২৪
সম্ভাব্য দু*র্যো*গ মোকাবেলায় মৌলভীবাজারে প্রস্তুতি সভা
ছবি- আই নিউজ
ব-ন্যা ও ঝড়-তুফান শ*ঙ্কা*কে সামনে রেখে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দু*র্যো*গ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মে) সকালে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এতে জেলা দু*র্যো*গ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাকৃতিক দু*র্যো*গ মৌসুমে ব-ন্যা, ব-জ্রপাত, ও ঝড়-তুফানে সম্ভাব্য দু*র্যো*গ মোকাবেলায় করণীয় বিষয়ে সভায় আলোচনা হয়।
মৌলভীবাজারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মো. ছাদু মিয়া।
সভায় জানানো হয়- সাম্প্রতিক ঝড়-তুফানে জেলার কুলাউড়া, বড়লেখা, শ্রীমঙ্গল, কমলগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাতে দুইজন লোক মা*রা গেছেন। ২০২৪ সালের আজ ০৯ মে পর্যন্ত ১০ জন মারা গেছেন। ক্রমেই এটা বেড়ে যাচ্ছে।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন- আমাদের সকলের সচেতনতা বেশি দরকার।
বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল বলেন- বেশি করে তালগাছ লাগাতে হবে এবং সংরক্ষণ করতে হবে।
এছাড়া জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা ছাদু মিয়া জানান- কালবৈশাখি ঝড়ে গাছ পড়ে বাড়িঘর ভেঙ্গে যায়। দুর্যোগ তৈরি হয়।
জেলা প্রশাসক বলেন- রাস্তার কাছে কিংবা বিদ্যুতের খুঁটির ওপর অনেক গাছের ডালপালা ভেঙ্গে পড়ে যায়। তিনচারদিন বিদ্যুৎ থাকে না। এজন্য নিয়মিত গাছের ডালপালা ছাটাই করতে হবে। সড়ক ও জনপথ, এলজিইডিসহ সংশ্লিষ্ট দফতরগুলো বনবিভাগের সাথে কথা বলে এই কাজ করবেন।
যদি বন্যা হয় সেক্ষেত্রে গবাদি পশুর জন্য নিরাপদ উঁচুস্থান আছে কি-না জানতে চান জেলা প্রশাসক।
এসময় জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা জানান- দশটি বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে। যেখানে গবাদিপশু রাখার ব্যবস্থা আছে।
তিনি জানান- মৌলভীবাজারে দুর্যোগকালীন সময়ের জন্য ৮০০০ মেট্রিকটন জিআর চাল, নগদ ৫ লাখ টাকা এবং ২৫ বান্ডিল টিন মজুত আছে। আরো বরাদ্ধের জন্য চিঠি লেখা হয়েছে। ২০০০ বান্ডিল টিন চাওয়া হয়েছে।
সিভিল সার্জনের প্রতিনিধি ডা. বর্ণালী দাশ জানান- মৌলভীবাজারে বন্যা হলে দুর্যোগকালীন সময়ের জন্য ঔষধ মজুত আছে। এছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত আছেন। জেলায় সাপের কামড়ের ১৬টি ভ্যাকসিন মজুত আছে।
জেলা প্রশাসক জানান- এবছর মৌলভীবাজারের হাওরে বোরো ধানের ভালো ফলন হয়েছে। কোনো দুর্যোগ ছাড়াই হাওরের শতভাগ ধান কৃষক ঘরে তুলতে পেরেছেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক মহসীন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’