শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন
প্রার্থীতা প্রত্যাহার করলেন চেয়ারম্যান প্রার্থী আফজাল
আসন্ন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন থেকে চেয়ারম্যান প্রার্থী মো. আফজাল হক স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করেছেন, এবং আরেক প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়াকে সমর্থন জানিয়েছেন।
আজ রোববার দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামে জনাকীর্ণ সংবাদ সমম্মেল করে চেয়ারম্যান প্রার্থী আফজাল হক প্রার্থীতা প্রত্যাহার করেন।
তিনি বলেন, ‘মামা বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া এবারের নির্বাচনে দাঁড়ানোতে আমি আমার বিবেকের কাছে আঁটকে যাই। তাছাড়া তিনি একজন মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিলেন। এছাড়া আমার আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিরা অনুরোধ করেছেন মামার সাথে এবারের নির্বাচন না করার জন্য। তাছাড়া শ্রীমঙ্গলের সার্বিক ব্যবস্থা বিবেচনায় আমার মামা আছকির মিয়ার প্রতি সম্মান, শ্রদ্ধা ও পূর্ণ সমর্থন জানিয়ে এবারের নির্বাচন থেকে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম।’
আফজাল বলেন, ‘পরবর্তী নির্বাচনে আমি আবার প্রার্থী হব। তাই আমি আমার সমর্থক, কর্মী, ভক্ত ও শুভাকাঙ্খিসহ সকল ভোটারদের প্রতি অনুরোধ থাকবে আপনারাও আমার মামা ও দেশের শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধা হিসেবে আছকির মিয়া সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার সমর্থক, কর্মী, ভক্ত ও শুভাকাঙ্খিসহ উপজেলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টানসহ সকল ধর্মের ও দল-মতের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আমাকে এ পর্যন্ত সমর্থন ও সহযোগীতা করার জন্য।’
উল্লেখ্য, আগামী ২৯ মে এ উপজেলায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন ও মহিলা ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউছুব আলী, ভূনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মতলীব, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবু শহীদ মো. আবদুল্লাহ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন প্রমুখ।
আই নিউজ/আরএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’