নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
এসএসসির ফলাফলে মৌলভীবাজারে সবচেয়ে পিছিয়ে জুড়ী উপজেলা
ছবি- সংগৃহীত
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে মৌলভীবাজার জেলায় পাশের হিসেবে সবচেয়ে পিছিয়ে রয়েছে জুড়ী উপজেলা। জুড়ী উপজেলায় এবছর এসএসসিতে পাশের ৬৬ দশমিক ৫%। যা জেলার মধ্যে সর্বনিম্ন। এবছর জেলায় পাশের হার সবচেয়ে বেশি রাজনগর উপজেলায় ৮৭ দশমিক ৩০%।
রোববার (১২ মে) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, জুড়ী উপজেলা থেকে এবছর মোট ১৭৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় বসে। বিপরীতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১৮৩ জন। এরমধ্যে জিপিএ-৫ এসেছে ২৬টি।
এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মৌলভীবাজার জেলার পাশের হার ৭২.১৭ শতাংশ। জেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে শ্রীমঙ্গল উপজেলায় ২৬৪টি। জিপিএ-৫ পাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে আছে কমলগঞ্জ উপজেলা। এ উপজেলায় জিপিএ-৫ এসেছে ২৫৯টি।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মৌলভীবাজার জেলার মধ্যে পাশের হারের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে রাজনগর উপজেলা। রাজনগরে এবছর এসএসসিতে গড় পাশের হার ৮৭ দশমিক ৩০%। উপজেলায় মোট জিপিএ-৫ এসেছে ১৭৯টি।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মৌলভীবাজার জেলা থেকে মোট ২৩ হাজার ৯৩৪ পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ২৭৩ জন। এরমধ্যে জেলায় মোট জিপিএ-৫ এসেছে ১ হাজার ৩১৩টি।
জুড়ীর পাশাপাশি এসএসসির ফলাফলে এবছর অন্য উপজেলা থেকে পিছিয়ে আছে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল এবং বড়লেখা উপজেলাও। এই তিন উপজেলাতে পাশের হার ৭০ শতাংশের চেয়ে কম।
মৌলভীবাজার সদরে পাশের হার ৬৮.৬৭%। মৌলভীবাজার থেকে এসএসসিতে বসা মোট ৪ হাজার ৩৫০ শিক্ষার্থীর মাঝে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৯৮৭ জন। জিপিএ-৫ এসেছে ২১৫টি।
শ্রীমঙ্গল উপজেলায় এবছর পাশের হার ৬৭.৬২%। পরীক্ষা দেওয়া মোট ৪ হাজার ১৭০ শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ২ হাজার ৮২০ জন। আর জিপিএ-৫ এসেছে ২৬৪টি।
বড়লেখা উপজেলায় এবছর মোট এসএসসি পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৫৪১ জন। এর মধ্যে পাশ করেছে ২ হাজার ৪০৭ জন। উপজেলায় গড় পাশের হার ৬৭.৯৮%।
তাছাড়া, কমলগঞ্জ উপজেলার মোট ৩ হাজার ৪৭৯ শিক্ষার্থীর মধ্যে এসএসসিতে পাশ করেছে ২ হাজার ৭৮০ জন। উপজেলার গড় পাশের হার ৭৯.৯১%।
কুলাউড়ায় এবছর পরীক্ষায় বসেছিল মোট ৪ হাজার ১৯২ শিক্ষার্থী। এরমধ্যে পাশ করেছে ২ হাজার ৯৯১ জন। উপজেলায় গড় পাশের হার ৭১.৩৫%। জিপিএ-৫ এসেছে ২০৪টি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’