রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জ উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন ৩ পদের ১০ প্রার্থী
ছবি- আই নিউজ
ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ৩ পদে মোট ১০ প্রার্থী তাদের প্রতীক বুঝে নেন।
সোমবার (১৩ মে) সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াইয়ে থাকা ২ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা শাহীনা আক্তার।
জানা গেছে, প্রতীক বরাদ্দের শুরুতেই চেয়ারম্যান পদের ২ হেভিওয়েট প্রার্থী অধ্যাপক রফিকুর রহমান ও ইমতিয়াজ আহমেদ বুলবুল একই প্রতীক আনারস চাওয়ায় তাদের সমঝোতার আহবান জানান রিটার্নিং কর্মকর্তা। কিন্তু কেউই ছাড় দিতে রাজি না হওয়ায় লটারিতে আনারস প্রতীক বরাদ্দ পান বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। পরে সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে মোটরসাইকেল পছন্দ করে বরাদ্দ পান আরেক হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল। চেয়ারম্যান পদে আরেক প্রার্থী গীতা রানী কানু চাহিত ঘোড়া প্রতীক বরাদ্দ পান।
ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে মো. আলমগীর চৌধুরী (চশমা), মো. সিদ্দেক আলী (তালা), মো. আব্দুল ওহাব (বৈদ্যুতিক বাল্ব), নিরঞ্জন দেব (মাইক), সুনীল কুমার মৃধা (টিউবওয়েল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম পদ্মফুল এবং মুন্না দেব রায় ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’