সিলেট প্রতিনিধি
প্রগতির পথের এক উজ্জ্বল আলোকবর্তিকা
সিলেটে কমরেড হায়দার আকবর খান রনো স্মরণে শোক সভা
ছবি- আই নিউজ
সিলেটে কমরেড হায়দার আকবর খান রনো স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
রোববার (১৮ মে) বিকাল ৪ টায় স্থানীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কমরেড হায়দার আকবর খান রনোর প্রতিকৃতিতে সিপিবি সিলেট জেলা কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয় এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কর্তৃক কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করা হয়। বক্তব্যের প্রারম্ভে কমরেড রনোর সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন পার্টি সদস্য মনীষা ওয়াহিদ।
জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল হাছানের উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক কমরেড শাহীন রহমান। বিশেষ অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড খন্দকার লুৎফুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড বেদানন্দ ভট্টাচার্য্য, জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমেদ, প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা প্রদীপ দেবরায়, মহিবুল ইসলাম ফারুক, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি সিকান্দার আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আনোয়ার হোসেন সুমন, বাসদ ( মার্ক্সবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার আহবায়ক কমরেড আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সভাপতি কমরেড সিরাজ আহমদ, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সভাপতি আরিফ মিয়া, সাম্যবাদী দল সিলেট জেলার নেতা ব্রজগোপাল চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার অন্যতম নেতা মহিতোষ দেব মলয়, প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মাধব রায়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, হায়দার আকবর খান রনো ছিলেন শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির লড়াইয়ে একজন অগ্রসেনানী। বিদ্যমান সমাজ ব্যবস্থা আমূল বদল করে একটি শোষণহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি যুগপৎ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে আজীবন বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি যেমন লেখনীর মাধ্যমে তেমনি প্রত্যক্ষ সংগ্রামে যে অনুকরণীয় অবদান রেখে গেছেন তা প্রগতিকামী মানুষের কাছে প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে। বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যূত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ শ্রমজীবী মানুষের আন্দোলনে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। দেশে বিরাজমান গণতন্ত্রহীনতা ও কর্তৃত্ববাদী দুঃশাসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য, শোষণ দুর্নীতি লুটপাট চাঁদাবাজি, আকাশচুম্বি বৈষম্য সবকিছু মিলে মানুষের জীবনে যে দুর্বিষহ সংকট সৃষ্টি হয়েছে একমাত্র বিকল্প বামপন্থী শক্তির নেতৃত্বে গণঅভ্যূত্থানের মাধ্যমে তা থেকে উত্তরণ ঘটানো সম্ভব।
সভায় বক্তারা কমরেড হায়দার আকবর খান রনোর বিপ্লবী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং মানব মুক্তির সংগ্রামে কমরেড রনো উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে প্রগতির পথে যুগে যুগে প্রেরণা হয়ে থাকবেন বলে তারা অভিমত ব্যক্ত করেন।
উল্লেখ্য যে বিগত ১১ মে ২০২৪ কমরেড হায়দার আকবর খান রনো ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’