নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন ফলাফল
রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন ফলাফল
রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমা। ফলাফলে, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান। এবং ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মো. আব্দুল কাদির ফৌজি।
প্রাথমিক ফলাফলের তথ্যে দেখা যায়- রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী মো. শাহজাহান খান কাপ পিরিচ প্রতীক নিয়ে ৪৪ হাজার ৪৮ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।
বুধবার (২১ মে) রাতে মোট ৬৭টি ভোটকেন্দ্রের ব্যালটে প্রাপ্ত ভোট গণনা শেষে নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমা। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের রওনক আহমেদ পেয়েছেন ২৪ হাজার ৩টি ভোট। অন্য চেয়ারম্যান প্রার্থী আহমদ বিলাল আনারস মার্কায় পেয়েছেন ১০ হাজার ৮৬৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী মো. আব্দুল কাদির ফৌজি টিউবওয়েল প্রতীক নিয়ে ২৮ হাজার ৭৮৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের মহিম দে পেয়েছেন ২০ হাজার ২৭২ ভোট। অন্য তিন প্রার্থীদের মধ্যে চশমা প্রতীকের মো. আব্দুল হাকিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৪ ভোট, তালা প্রতীকের জবলু তালুকদার পেয়েছেন ৮ হাজার ৩৬৭ ভোট এবং বই প্রতীকের সঞ্জয় দেব নাথ পেয়েছেন ৩ হাজার ৭২১টি ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের সুমাইয়া সুমি। তিনি ৪২ হাজার ৭০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের মুক্তি চক্রবর্ত্তী পেয়েছেন ২২ হাজার ৭১১ ভোট। অন্য দুই নারী প্রার্থীর মধ্যে বৈদ্যুতিক পাখা প্রতীকের লুৎফুন নাহার ৭ হাজার ৬৫৮ এবং পদ্ম ফুল প্রতীকের মোছা. ডলি বেগম ৪ হাজার ৭০১ ভোট পেয়েছেন।
রাজনগর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’