মৌলভীবাজার প্রতিনিধি
কুলাউড়ার পৌর মেয়রকে হ*ত্যা*র হুম*কি, থানায় অভিযোগ
কুলাউড়া পৌরসভার মেয়রকে হুম*কিদাতা সুন্দর আলী (৪০)। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে অ*শ্লী*ল ভাষায় গা*লা*গা*লি*সহ প্রা*ণ*না*শের হু*ম*কি দিয়েছে সুন্দর আলী (৪০) নামে এক যুবক।
গত রোববার (১৯ মে) রাতে এ ব্যাপারে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ (নং ৮৬৮) দায়ের করেছেন মেয়র সিপার উদ্দিন আহমদ।
মেয়রের অভিযোগ থেকে আরও জানা যায়, গত ১৪ মে সন্ধ্যা ৭টায় ও ১৫ মে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফেইসবুক লাইভে এসে সুন্দর আলী মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিনকে সরাসরি হ*ত্যা*র হুমকি দেন। লাইভে বলেছে- সে নাকি মেয়রকে হ*ত্যা করার রায় পেয়েছে। ইতিপূর্বে একবার সুন্দর আলী মেয়রকে হু*ম*কি দিলে তিনি গত ২ জানুয়ারি থানায় ডায়রি (নং ৮৩ তারিখ ০২/০১/২০২৪)।
এদিকে জানা গেছে, এই সুন্দর আলীর বিরুদ্ধে কুলাউড়া থানায় বর্তমানে ১৫টি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে- পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে এই স*ন্ত্রা*সী কর্মকান্ড জনমনে উ*দ্বে*গ উ*ৎ*ক*ন্ঠা বিরাজ করছে।
মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মনসুর গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র এই সুন্দর আলীর বিরুদ্ধে কুলাউড়া থানায় বর্তমানে ১৫টি নিয়মিত মামলা রয়েছে। তিনি গ*ণ*ধ*র্ষ*ণসহ ২টি নারী ও শিশু নি*র্যা*ত*ন মামলায় প*লা*তক আসামী।
জানা যায়, সুন্দর মিয়ার বিরুদ্ধে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি রফিকুল ইসলাম রেনু একটি মামলা (নং ০৪ তাং ১৭/১২/২০১৬) দায়ের করেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখে এই সুন্দর আলী ও তার সহযোগিদের হা*ম*লা*য় গুরুতর আহত হন। কিন্তু, পরবর্তীতে তিনি আপোষ নিষ্পত্তির নামে মামলাটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন।
স্থানীয় লোকজন বলেন- ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা যেখানে অসহায়, সেখানে সাধারণ মানুষকে সবসময় উ*দ্বে*গ উ*ৎ*ক*ন্ঠা*য় থাকতে হয়।
জানা গেছে- গ*ণ*ধ*র্ষ*ণ ও না*রী নি*র্যা*ত*নের অভিযোগে মামলা (নং ০৭ তারিখ ১২/১১/২০২৩) দায়েরের পর থেকে আত্মগোপন চলে যান সুন্দর আলী।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে চাঁ*দা*বা*জি*সহ অপরাধ কর্মকান্ডে বেপরোয়া হয়ে উঠে।
মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন জানান- সুন্দর আলীল এই আক্রোশ ও সন্ত্রাসী মনোভাবে হ*ত্যা*র হুম**কি প্রদানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কৈশ্যনু বলেন, মুলত গ*ণ*ধ*র্ষ*ণ মামলার পর থেকে সুন্দর আলী আত্মগোপনে রয়েছে। পুলিশ তাকে হন্য হয়ে খোঁজছে। তাকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’