শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৩:১১, ২৯ মে ২০২৪
চা-বাগানে সন্তোষ রবি দাস অঞ্জনের আয়োজনে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে ২০৫ জনের ব্লাড গ্রুপ ফ্রিতে নির্নয় করা হয়। ছবি- আই নিউজ
'রক্ত দিন জীবন বাঁচান'- এই শ্লোগান কে সামনে রেখে চা-বাগানে সন্তোষ রবি দাস অঞ্জনের আয়োজনে ফ্রি ব্লাড ক্যাম্পেইন করা হয়েছে।
শ্রীমঙ্গলের আমরাইল ছড়া চা বাগানে বাংলাদেশ টি কমিউনিটি ব্লাড ফাইটারের সদস্যদের সহায়তায় এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
এক সময় রক্তের অভাবে চা-বাগানের মানুষ মারা যেতো। চা জনগোষ্ঠীড় মানুষের মধ্যে যেন রক্ত দেওয়ার আগ্রহ বাড়ে, আর রক্তের অভাবে মানুষ না মারা যায়; সেই লক্ষ্যে এই ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করেন আয়োজোক সন্তোষ রবি দাস ও তাঁর সতীর্থরা।
ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আমরাইল ছড়া চা-বাগানের কৃতি সন্তান ও আমরাইল সিক্সার্সের অন্যতম সদস্য আপন দাস। তিনি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বর্তমান সময়ে চা-বাগানের রক্তদাতার পরিমাণ ও কীভাবে তারা এই রক্ত সংগ্রহ করে থাকেন। চা-জনগোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন, স্বপন কুমার কৈরী, তিনি রক্তদাতা ব্যবস্থা করার যে ভয়াবহ অবস্থার কথা আলোকপাত করেন।
বাংলাদেশ টি কমিউনিটি ব্লাড ফাইটারের পক্ষে প্রতিষ্ঠানের যুগ্ম আহবায়ক রিপন মৃধা। তিনি তার বক্তব্য এর মাধ্যমে রক্তের গ্রুপ ও রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সবশেষে আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ও আয়জোক চা-শ্রমিক সন্তান ও তরুণ সংগঠক সন্তোষ রবি দাস অঞ্জন।
তিনি বলেন, এক সময় মানুষ টাকা দিয়ে রক্ত কিনে রোগীকে দিতেন। অনেক সময়ে রক্তের অভাবে চা-বাগানের মানুষ মারা যেতো, এখন আর রক্তের অভাবে মানুষকে বিপদে পড়তে হয়না। এখন চা বাগানের লোকজন নিজেদের রক্তের গ্রুপ জানে আর স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষকে বিপদের মুখ থেকে বাঁচায়।
তিনি আরো বলেন, প্রত্যকটা চা বাগানের মানুষ যাতে তাদের ব্লাড গ্রুপ জানতে পারে আর রক্ত দিতে স্বেচ্ছায় এগিয়ে আসে এর জন্যে আজকের এই ক্যাম্পেইন। আমরা ভবিষ্যতে আরও বাগানে আমাদের এই ক্যাম্পেইন অব্যাহত রাখব।
উল্লেখ্য, এই দিন আয়োজিত ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে ২০৫ জনের ব্লাড গ্রুপ ফ্রিতে নির্নয় করা হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’