নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১২:১০, ৫ জুন ২০২৪
প্রধানমন্ত্রীর কাছ থেকে পরিবেশ পদক গ্রহণ করেছেন পৌর মেয়র ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করছেন মেয়র ফজলুর রহমান। ছবি- আই নিউজ
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পরিবেশ পদক সম্মাননা গ্রহণ করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
বুধবার (০৫ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী মেয়র ফজলুর রহমানের হাতে এ সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন, পরিবেশ ও জ্বলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এবছর ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে মৌলভীবাজার পৌরসভাসহ মোট ৫ জনকে পরিবেশ পদক দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ফারহানা আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন পরিবেশ ও জ্বলবায়ু বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি।
মৌলভীবাজার পৌরসভা পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ শ্রেণীতে পরিবেশ পদক পাচ্ছে। এর নেপথ্যে রয়েছে মেয়র ফজলুর রহমানের সুপরিকল্পিত ব্যতিক্রমী উদ্যোগ। মৌলভীবাজার শহরকে ক্ষ'তি'কর পলিথিন মুক্ত রাখতে যত্রতত্র ফেলে দেওয়া পরিত্যক্ত পলিথিন মানুষের কাছ থেকে টাকা দিয়ে কিনার সিদ্ধান্ত নেয় মৌলভীবাজার পৌরসভা। এ লক্ষ্যে বসানো হয় পলিথিনের হাট। বস্তার পর বস্তা পলিথিন ও প্লাস্টিক এই হাটে কিনে নেয় পৌরসভা।
২০২৩ সালের ৯ জুলাই বিকেলে মেয়র চত্বরে পলিথিন হাটের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ফজলুর রহমান। এরপর এই উদ্যোগ দেশ জুড়ে প্রশংসা পেতে থাকে। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদিতেও মৌলভীবাজার পৌরসভার পলিথিনের হাট নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখানো হয়।
মেয়র ফজলুর রহমান পলিথিনের হাটের ব্যাপারে জানান, পলিথিনমুক্ত, পরিচ্ছন্ন শহর গড়তে আমরা এই উদ্যোগ নিয়েছি। বাসা-বাড়ি, দোকান, বেকারি ও রেস্টুরেন্টের পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, চকলেট-চুইনগামের প্যাকেট, শপিং ব্যাগ, বিভিন্ন জাতের প্লাস্টিকের বোতল ইত্যাদি ক্রয় করা হচ্ছে। এতে শহরে পলিথিন কমছে একইসঙ্গে অর্থের বিনিময়ে পলিথিন নির্দিষ্ট একটি জায়গায় এসে জড়ো হচ্ছে। যা পরিবেশে দূষণ কমাতে সাহায্য করছে।
মেয়র ফজলুর রহমান আই নিউজকে বলেন- মৌলভীবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে পচনশীল ও অপচনশীল বর্জ্য বাসা-বাড়িতেই পৃথকীকরণ করা হবে। অর্থাৎ পচনশীল বর্জ্য থাকবে একটা বিনে। অপচনশীল বর্জ্য থাকবে অপর বিনে। পৌরসভা থেকে ইতোমধ্যে ময়লার বালতি দেওয়া হয়েছে। আরেকটি বিন/বালতি দেওয়া হবে। নাগরিকেরা যেন এই কাজটি করেন সেজন্য আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন করেছি। লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও র্যালি করেছি।
মেয়র বলেন- কেউ উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা, প্লাস্টিক-পিলিথিন ফেলতে পারবেনা। শহরকে দূষণমুক্ত করতে পৌরসভা প্লাস্টিক-পিলিথিন কিনে নিয়ে ডাম্পিং স্টেশনে রাখবে। কেউ যদি কিনে নেয় ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। আর ক্রেতা না পেলে পরিবেশসম্মত উপায় খুঁজে এগুলো বিনষ্ট করা হবে। এছাড়া পচনশীল বর্জ্য দিয়ে জৈবসার তৈরি করা হবে। বায়োগ্যাস তৈরি করা হবে। ২৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’