শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
ছবি- আই নিউজ
"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" এ প্রতিপাদ্যকে সাথে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস।
এ উপলক্ষে বুধবার (১২ জুন) সকাল ১১ ঘটিকায় স্কুল হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ আরএনডিএম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার যোসেফ গমেজ ওএমআই।
এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জনক দেববর্মা।
২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রত্যেকেই একটি করে গাছ লাগাই এবং পরবর্তী প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দেই''।
আলোচনা সভার উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ আরএনডিএম।
পরিবেশ দিবসের আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রকৃতি ও পরিবেশ থেকে নানা উপাদান গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। কাজেই প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হলে পৃথিবী তথা আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পৃথিবীতে মানবজাতির কল্যাণের স্বার্থে আমাদেরকে প্রকৃতি ও পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। বিশ্ব পরিবেশ দিবস শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটি হওয়া উচিত আমাদের প্রতিটি দিনের অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনাচার, তাহলেই কেবল সম্ভব পরিবেশ সংরক্ষণ। আমাদের সবাইকে আজ, এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা আমাদের ও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে পরিবেশ ও প্রকৃতির ক্ষতি সাধন করব না। পরিবেশ দূষণ ছাড়াও আরও অনেক ধরনের দূষণ আছে সেগুলোর কারণ জেনে তার প্রতিকার করতে হবে। পরিবেশ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। সকলে মিলে দেশের পরিবেশ সুন্দর করার চেষ্টা করতে হবে।
আলোচনা সভার সভাপতি, প্রধান শিক্ষক রিক্তা গমেজ বলেন আমরা যে পরিবেশকে নষ্ট না করি, পরিবেশকে আমরা যদি নষ্টকরি তাহলে পরিবেশও তার প্রতিদান ফিরিয়ে দিবে চরমভাবে। কারণ মনে রাখতে হবে এই ধরিত্রি আমাদের মায়ের মতো। মা যেমন আমাদের যত্ন করেন ঠিক তেমনি ভাবে এই ধরণি আমাদের যত্ন নিয়ে থাকে। তাই আমাদের আজ অঙ্গীকার করা দরকার আমরা আর পরিবেশ নষ্ট করব না,পরিবেশ সংরক্ষণে সর্বদা সচেতন থাকব এবং অন্যকেও সচেতন করব।
আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরিবেশ দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গনে বৃক্ষ রোপণ কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’