সিলেট প্রতিনিধি
হঠাৎ অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি ড. এ কে আব্দুল মোমেন
ফাইল ছবি
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাঁকে সিলেট সিএমএইচে ভর্তি করানো হয়। পরে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে তাঁকে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুজাত আলী রফিক গণমাধ্যমকে বলেন, দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা চলাকালীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তাঁকে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের সিএমএইচে ভর্তি করানো হয়। বিকেলে কিছুটা সুস্থ হয়ে উঠলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম বলেন, একটি অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেন।
তিনি এখন আশঙ্কামুক্ত। চেকআপের জন্য তাঁকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’